ভূমিকা কিছুই হয়নি, কিছুই হলো না, কিছুই হবে না- কথাগুলোর সঙ্গে আমরা বড় বেশি পরিচিত। ‘হবে’র চেয়ে ‘হবে না’র স্থান আমাদের জীবনে অনেক বেশি।
কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি আমাদের অনেক কিছু হয়েছে। আরো অনেক কিছু হবে। চল্লিশ বছর বয়সী বাংলাদেশ নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। প্রত্যাশিত মাত্রায় না হলেও অগ্রগতি অবশ্যই হয়েছে। সূচনালগ্ন থেকেই সামাজিক রাজনৈতিক সংবাদের ম্যাগাজিন সাপ্তাহিক একথা বিশ্বাস করেছে।
আমরা সবসময়ই সমাজের ইতিবাচক ঘটনাগুলো জনমানুষের সামনে আনতে চেয়েছি। যা শুরু করেছিলাম তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা থেকে। সফল ব্যক্তিত্বদের আত্মজৈবনিক সাক্ষাৎকার দিয়ে সাজিয়েছিলাম পুরো সংখ্যাটি। বলা যায় এই ধারণাটি আমাদের একেবারেই নিজস্ব। পাঠকও দারুণভাবে গ্রহণ করেছে ধারণাটি। পরবর্তীতে সাপ্তাহিক-এক বিশেষ সংখ্যা, এমনকি ঈদসংখ্যাও এভাবেই হাজির করেছি পাঠকের সামনে। সত্যিকারের ভিন্ন ধারার, ভিন্ন ইমেজের ঈদসংখ্যা, বিশেষ সংখ্যা প্রকাশ করেছে সাপ্তাহিক।
একজন মানুষ কি করে সফল হয়ে ওঠেন, কি করে তৈরি করেন প্রতিষ্ঠান, নিজেকে ছাপিয়ে পরিণত হন প্রতিষ্ঠানে- সেসব কাহিনী আমরা জানিয়েছি। জনমানুষ গ্রহণ করেছেন। এটাই আমাদের সার্থকতা।
এই বইয়ে যে সফল ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন, তাদের অনেকের সামনেই তেমন কোনো দৃষ্ঠান্ত ছিল না। নতুন দেশ, তারাও শুরু করেছিলেন নতুনভাবে। তারা তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন, দৃষ্টান্ত তৈরি করেছেন। সফল হবার স্বপ্ন, ধ্যান-জ্ঞান, ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম- জানা থাকা প্রয়োজন পরবর্তী প্রজন্মের। যা বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে হবে অনুপ্রেরণা।
এই ব্যক্তিত্বদের অনেকেরই লেখার অভ্যেস ছিল না, নেই। আমরা সাক্ষাৎকার আকারে তাদের স্বপ্ন-সংগ্রাম, আদর্শ, সংকল্প ধারণ করেছি। পাঠক যা জেনে গর্বিত, শিহরিত হয়েছেন। বই আকারে প্রকাশ হওয়ায় শিল্প, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টরা উপকৃত হবেন। উপকৃত হবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বইটি যথাসাধ্য যত্ন করে সম্পাদনা করেছেন শুভ কিবরিয়া। সাপ্তাহিক সম্পাদকীয় বিভাগের আরো অনেক কর্মী পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের সবাইকে শুভেচ্ছা জানাই।
গোলাম মোর্তোজা ১৯.০৪.২০১২
সূচি * ড. মুহাম্মদ ইউনুস : নতুন পৃথিবীর স্বপ্নে * অধ্যাপক মোজাফ্ফর আহমদ : গোধূলির তেপান্তরে * সৈয়দ মনজুর এলাহী : রূপালি চাঁদের আলোয় * সুৎফর রহমান সরকার : আলোকিত ব্যাংকার * ড. আকবর আলি খান : নীলিমার রৌদ্রে * ড. দেবপ্রিয় ভট্টাচার্য : কাল চৈত্র্যেয় জ্যোৎস্নায় * এস এম আশরাফুল ইসলাম : মেড ইন বাংলাদেশ