"ছোটদের সা রে গা মা" বইটির সম্পর্কে কিছু কথা: ওস্তাদ মুন্শী রইসউদ্দীন রচিত ‘ছােটদের। সা-রে-গা-মা’ সকল স্তরের সঙ্গীতপিপাসু, শিক্ষার্থী। ও সঙ্গীত শিক্ষকদের কাছে দারুণভাবে সমাদৃত। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথম পুস্তক। এ কথা বলার অপেক্ষাই রাখে না যে, পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার জন্য ছােটদের সা-রে-গা-মা’ গ্রন্থটি একটি মাইলফলক। বর্তমান সংস্করণে পূর্বের মূল গ্রন্থ অপরিবর্তিত রেখে আমাদের জাতীয় সঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি ও একুশের অমর সঙ্গীতের Western Staff Notaion সংযােজিত করা হলাে। যাতে করে বিদেশে অবস্থানরত এবং দেশে যেসব শিক্ষার্থী Piano বাজানাে শিখছে, এই তিনটি মূল্যবান গান তারা। সহজভাবে শিখতে পারে। পূর্বের প্রকাশনায় প্রথম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়ে বর্ণিত সকল পারিভাষিক শব্দ বিবরণীগুলাে বর্তমানে একত্রীভূত করে প্রথম। অধ্যায়ে সংযােজন করা হয়েছে, যাতে করে সকল শিক্ষার্থীদের পারিভাষিক শব্দগুলাে খোজার বিড়ম্বনা আর থাকলাে না। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, এবারের প্রকাশনায় সকল শিক্ষার্থীদের শেখার সুবিধার্থে বেশ কয়েকটি জনপ্রিয় ও প্রচলিত নজরুল সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত নতুনভাবে সংযােজন করা হয়েছে। বিশেষ করে পুস্তকে উল্লেখিত রবীন্দ্র সঙ্গীতগুলাে। বিশ্বভারতীর ‘স্বরবিতান’ হতে সরাসরি স্বরলিপি গৃহীত হয়েছে। তাল প্রসঙ্গ ও তাল শিক্ষা প্রণালী এবং তাল সংক্রান্ত যাবতীয় টিকাসহ অন্যান্য পারিভাষিক শব্দ বিবরণী। দ্বিতীয় অধ্যায়ে সংযােজন করা হয়েছে, যাতে করে শিক্ষার্থীদের তাল সম্পর্কিত জ্ঞান আহরণে বিড়ম্বনা লােপ পাবে বলে আশা রাখি। গ্রন্থটির নতুন আঙ্গিকে সঠিক মুদ্রণ আমরা পাঠকদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত।
ওস্তাদ মুন্শী রইসউদ্দীন দাউদ পুরস্কার (১৯৬৬: সঙ্গীতে) স্বর্ণপদকসহ প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭) একুশে পদক (১৯৮৬: মরণােত্তর) অধ্যক্ষ: বুলবুল ললিতকলা একাডেমী সঙ্গীত গ্রন্থ: ৭ম, ৯ম ও ১০ম শ্রেণির পাঠ্যপুস্তক, সঙ্গীত পরিচয়, গীত-লহরী,প্রবেশিকা সঙ্গীত শিক্ষা পদ্ধতি ও অভিনব শরীগ। প্রাক্তন সঙ্গীত অধ্যাপক: নারায়ণগঞ্জ সঙ্গীত বিদ্যালয়, লিটল জুয়েলস নার্সারী, সঙ্গীত কলা। ভবন-কলিকাতা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, খুলনা; সঙ্গীত নিকেতন-খুলনা; সদস্য: পরিভাষা সাব-কমিটি, বাংলা একাডেমি; সিলেবাস কমিটি, বাফা; সহ-সভাপতি: তৎকালীন পাকিস্তান আর্টস কাউন্সিল। প্রধান সঙ্গীত পরীক্ষক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, এডুকেশন উইক সেন্টার, ঢাকা। গ্রন্থকারের প্রকাশিত গ্রন্থাবলি ১. ছােটদের সা-রে-গা-মা ২. সঙ্গীত পরিচয় (বাের্ড প্রকাশিত ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক) ৩. অভিনব শতরাগ (প্রথম খণ্ড) ৪. গীত লহরী (বাের্ড প্রকাশিত ৯ম-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক) ৫. প্রবেশিকা সঙ্গীত শিক্ষা পদ্ধতি (৯ম-১০ম শ্রেণির অনুমােদিত পাঠ্যপুস্তক) ৬. অভিনব শতরাগ (খণ্ডাকারে)