১৯৩৬ সালে কলকাতায় অল বেঙ্গল মিউজিক প্রতিযোগিতায় যে সুদর্শন যুবকটি ঠুংরীও গজলে প্রথম স্থান অধিকার করে কলকাতার সংগীত মহলে পরিচিত লাভ করেছিলেন তিনি আবদুল আহাদ। আবদুল আহাদ তখন কলকাতা সিটি কলেজের ছাত্র এবং ওস্তাদ মঞ্জু খাঁ সাহেবের কাছে উচ্চাঙ্গসংগীতের তালিম নিচ্ছিলেন। আবদুল আহাদের জন্ম ১৯১৮ সালের রাজশাহীতে। পিতা আবদুস সামাদ। খাঁ স্কুল পরিদর্শক ছিলেন। মা হাসিনা খাতুন লেখাপড়া জানতেন। আবদুল আহাদরা ছয় ভাইবোন। ভাইবোনদের মধ্যে তিনি জ্যেষ্ঠ, তার পরের দুই বোন মোহসিনা খানম ও হামিদা খানম। এঁদের পর এক ভাই আবদুল ওহায়েদ খাঁ ও দুই বোন মমতাজ খানম ও সাঈদা খানম। আবদুল আহাদের আদি নিবাস ফরিদপুর জেলায়, কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতেন পাবনায়। আবদুল আহাদের দাদা হাজী মহসিন উদ্দীন খাঁ যখন মারা যান তখন তার পিতা স্কুলের ছাত্র। দাদি মারা যান আবদুল আহাদের জন্মের পূর্বে। আবদুল আহাদের শৈশব-কৈশোরের অধিকাংশ সময় কেটেছে পাবনায় নানার বাড়িতে। নানা খান বাহাদুর মুহম্মদ সোলায়মান সাহেবের বাড়িতে শিক্ষা-সংস্কৃতির পরিবেশ ছিল। সেই পরিবেশে আবদুল আহাদ বড় হয়ে ওঠেন খালা কবি মাহমুদা খাতুন সিদ্দিকার আদর যত্নে। মাতৃতুল্য খালার কাছে গান শুনতে শুনতে তাঁর শৈশব কেটেছে। মামা বজলে কাদের সিদ্দীকী সংগীতানুরাগী ছিলেন।
করুণাময় গােস্বামী ১৯৪৩ সালের ১১ মার্চ বাংলাদেশের ময়মনসিংহ জেলার গোঁসাই চান্দুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন ও সংগীত বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করার পর বর্তমানে তিনি ঢাকা গুলশানে ক্যামব্রিয়ান কলেজের অধ্যাক্ষ হিসেবে কর্মরত আছেন। দেশে ও দেশের বাইরে করুণাময় গােস্বামী সংগীত বিষয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন লেখা-লেখির জন্য সুপরিচিত। তবে সাহিত্য বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্যও তাঁর খ্যাতি আছে। অনুবাদক হিসেবেও করুণাময় গােস্বামীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউইয়র্ক, লন্ডন থেকে প্রকাশিত দুটি সংগীত বিশ্বকোষে বাংলা গান নিয়ে লিখিত তার দুটি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা। গানের অডিও ইতিহাস রচনার ব্যাপারেও তিনি পথ প্রদর্শক কাজ করেছেন। গবেষণায় জীবনব্যাপী। অবদানের জন্য ড. করুণাময় গােস্বামীকে বাংলা। একাডেমী সাহিত্য পুরষ্কার প্রদান করা হয়েছে। করুণাময় গােস্বামী রচিত গ্রন্থের সংখ্যা ৫০টির অধিক । নিমে তার কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ : ১. সংগীতকোষ; ২. বাংলাগানের বিবর্তন; ৩. রবীন্দ্রনাথ : গান রচনার ইতিহাস; ৪. The Art of Tagore Songs; ৬. Evolution of Bengali Music; ৭. বাংলা কাব্যগীতির ধারায় কাজী নজরুল ইসলামের স্থান; ৯. Introducing Kazi Nazrul Islam;