ফ্ল্যাপে লিখা কথা আমেরিকান নাট্যকার এবং থৃলার লেখক জেফরি পি. ফ্রন্ডলিখ এর ছন্মনাম জেফ লিন্ডসে। ১৯৫২ সালে তিনি মায়ামিতে জন্মগ্রহণ করেন। ভারমন্টের মিডলবুরি কলেজ থেকে উচ্চশিক্ষা শেষ করে লেখালেখিতে মনোনিবেশ করেন। শুরুর দিকে স্ত্রী হিলারি হেমিংওয়ের সাথে যৌথভাবে কাজ করতেন। উল্লেখ্য, হিলারি বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ের ভাতিজি।
তার সবচাইতে জনপ্রিয় সৃষ্টি ডেক্সটার মরগ্যান এখন সমগ্র বিশ্বেই সুপরিচিত। এই সিরিচের প্রথম বই ডার্কলি ড্রিমিং ডেক্সটার এডগার অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয়েছিলো। পরবর্তীতে ডেক্সটারকে নিয়ে ২০০৬ সালে টিভি সিরিজ শুরু হলে তুমুল জনপ্রিয়তা লাভ করে। পর পর ছয় সিজন ধরে চলছে এই জনপ্রিয় সিরিজটি। তৃতীয় সিজনের বেশ কয়েকটি পর্বে স্বয়ং লেখককেও অভিনয় করতে দেখা গেছে ।
বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করেছেন এবং ডেক্সটারের পরবর্তী উপন্যাস নিয়ে কাজ করে যাচ্ছেন।
লাজুক নম্র আর ভদ্র হিসেবে পরিচিত ডেক্সটার একজন ফরেনসিক টেকনিশিয়ান। কিন্তু তার ভেতরের সত্তাটি একেবারেই ভিন্ন। সিরিয়াল কিলারদের খুনি সে। সুকৌশলে খুন করে এমন সব মানুষদের যারা জীবিত থাকলে সমাজের ক্ষতি হবে। অসাধারণ এই উপন্যাসটি নিয়ে আমেরিকায় নির্মিত হয়েছে ডেক্সটার নামের জনিপ্রয় একটি টিভি সিরিজ। পাঠক উপন্যাসটি পড়ে ভিন্নধর্মী স্বাদ পাবেন।
শরীফুল হাসানের জন্ম ময়মনসিংহ শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। থৃলার সাহিত্যের প্রতি অনুরাগ থেকে লেখালেখির জগতে পদার্পন। অনুবাদ দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তিতে লিখেছেন সাম্ভালা টৃলোজি (সাম্ভালা, সাম্ভালা দ্বিতীয় যাত্রা, সাম্ভালা শেষ যাত্রা), ঋভু, আঁধারের যাত্রী এবং কালি ও কলম ২০১৬ শিশু ও কিশোর সাহিত্যে পুরষ্কারপ্রাপ্ত অদ্ভূতুড়ে বইঘর। এছাড়া বেশ কিছু গল্পসঙ্কলনে প্রকাশিত হয়েছে তার একাধিক ছোটগল্প। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।