ভূতের গল্প আমি লিখি না। তবে, কলম চালিয়ে দু-চারটে ভূতের গল্প দাঁড়া করাতে যে পারতাম না, তা নয়। দু-চারটেই বা কেন বলি। সতের-আঠারটা বললেও বা কী এমন উনিশ- বিশ হবে। ভূতের গল্প লিখে লিখে রবীন্দ্র রচনাবলীর কলেবর ছাড়িয়ে যাবার মতন যোগ্য তালেবর যে ছিলাম, এ উক্তিতেও আপত্তি করতে যাচ্ছে কে? অশরীরী জগতে অবাধ বিচরণের জন্যে এ্যাদ্দিনে সাহিত্য সভাগুলোতে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্যে চতুর্দিক থেকে যে ডাকাডাকি শুরু হয় যেত, সেতো হলফ না করেও বলতে পারি। চাই কি ভূত বিষয়ক নির্ভীক গবেষণার জন্যে 'ভূততত্ত্ববিদ' বা ওই জাতীয় খেতাব টেতাব পেয়েও যেতে পারতাম নির্ঘাৎ। ভূতের গল্প আমি লিখি না। তবে, কলম চালিয়ে দু-চারটে ভূতের গল্প দাঁড়া করাতে যে পারতাম না, তা নয়। দু-চারটেই বা কেন বলি। সতের-আঠারটা বললেও বা কী এমন উনিশ- বিশ হবে। ভূতের গল্প লিখে লিখে রবীন্দ্র রচনাবলীর কলেবর ছাড়িয়ে যাবার মতন যোগ্য তালেবর যে ছিলাম, এ উক্তিতেও আপত্তি করতে যাচ্ছে কে? অশরীরী জগতে অবাধ বিচরণের জন্যে এ্যাদ্দিনে সাহিত্য সভাগুলোতে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্যে চতুর্দিক থেকে যে ডাকাডাকি শুরু হয় যেত, সেতো হলফ না করেও বলতে পারি। চাই কি ভূত বিষয়ক নির্ভীক গবেষণার জন্যে 'ভূততত্ত্ববিদ' বা ওই জাতীয় খেতাব টেতাব পেয়েও যেতে পারতাম নির্ঘাৎ।
পুরনাে ঢাকার মাহুতটুলির নানাবাড়িতে কাইজার চৌধুরীর জন্ম ১৯৪৯ সালের ১৫ নভেম্বর। বাবা আমিনুল হক চৌধুরী, মা নূর আক্তার বানু ।। খুলনার মিসেস ডি বেইলস্ প্রাইভেট ইংলিশ ডে স্কুল, ঢাকার গেন্ডারিয়া মুসলিম হাইস্কুল, সেন্ট ফ্রান্সিস, সেন্ট গ্রেগরিজ এবং আরও তিনটে স্কুলের উঠোন পেরিয়ে অবশেষে আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এসএসসি পাস করেন ১৯৬৭ সালে। নটরডেম কলেজের গণ্ডি পেরিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৭২) ও স্নাতকোত্তর (১৯৭৩) ডিগ্রি লাভের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি।। শিল্পসাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও গভীর উৎসাহ তাঁর। লাতিন আমেরিকান ও প্রতিবাদী চলচ্চিত্র সম্পর্কিত কিছু প্রবন্ধ বাংলাদেশ চলচ্চিত্র সংসদ প্রকাশিত ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্রপত্রে’ হয়েছে। এই রচনাগুলাে বাদ দিলে অবশিষ্ট যা থাকে, তার পুরােটাই শিশুতােষ রচনা এবং এই রচনার জন্যই পুরস্কৃত হয়েছেন বহুবার-অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী স্বর্ণপদক, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার, ছােটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ইত্যাদি। স্ত্রী সাথী, পুত্র ফারদীন ও কন্যা মায়িশাকে ঘিরে ঢাকার উত্তরায় ‘স্বর্লোক'-এ রচিত হয়েছে তার নিজস্ব নিবাস।