আলোচ্য বিষয়ের সার সংক্ষেপ পৃথিবীর অধিকাংশ মানুষ অনারব। তাই, বর্তমান পৃথিবীর অধিকাংশ মানুষ অন্যের করা অনুবাদ (তরজমা) বা ব্যাখ্যা (তাফসীর) পড়ে আল কুরআনের জ্ঞান অর্জন করেন। আর এ জ্ঞান অর্জনের সময় প্রায় সকলেই অনুবাদ বা ব্যাখ্যায় যা লেখা থাকে সেটিকেই কুরআনের প্রকৃত বক্তব্য বলে বিনা বাক্য ব্যয়ে (অন্ধভাবে) গ্রহণ করে নেন। কিন্তু একটি চিরসত্য তথ্য হলো- কুরআনের আরবী আয়াত নির্ভুল কিন্তু তার অনুবাদ বা ব্যাখ্যায় ভুল থাকতে পারে। কুরআন হলো ইসলামের একমাত্র নির্ভুল উৎস। আর কুরআনে উল্লেখ আছে ইসলামের সকল প্রথম স্তরের মৌলিক বিষয়, অনেক দ্বিতীয় স্তরের মৌলিক (প্রথম স্তরের মৌলিক বিষয়ের বাস্তবায়ণ পদ্ধতির মৌলিক বিষয়) এবং দুই-একটি অমৌলিক বিষয়। তাই, কুরআনের জ্ঞান অর্জনে ভুল হলে অধিকাংশ ক্ষেত্রে সে ভুল হবে মৌলিক। আর সে জ্ঞান অনুযায়ী আমল করলে ব্যক্তির ইহকাল ও পরকাল ব্যর্থ হতে বাধ্য। তাই, অনুবাদ ও ব্যাখ্যা পড়ে যে অগণিত মানুষ কুরআনের জ্ঞান অর্জন করতে চান তাদেরকে এবং সর্বোপরি মানব সভ্যতাকে আল কুরআনের অসতর্ক, ভুল বা বানানো অনুবাদ ও ব্যাখ্যার মহাক্ষতি থেকে রক্ষা করার জন্যে পুস্তিকাটি ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
Title
গবেষণা সিরিজ - ৩২ : আল-কুরআনের অর্থ (তরজমা) বা ব্যাখ্যা (তাফসীর) পড়ে সঠিক জ্ঞান লাভের নীতিমালা
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।