সারসংক্ষেপ কুরআন ও সুন্নাহর পরোক্ষ একাধিক বা ব্যাপক অর্থবোধক অথবা কুরআন-সুন্নায় সরাসরি নেই এমন বিষয়ে ইসলামী মনীষীগণের গবেষণার ফল ধারণকারী গ্রন্থ হলো ফিক্হগ্রন্থ। এটি একটি ব্যাবহারিক গ্রন্থ। মুসলিম বিশ্বের ইসলামী শিক্ষালয়সমূহে (মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়) এবং মুসলিম সমাজে এ গ্রন্থের গুরুত্ব অপরিসীম। তবে রচিত হওয়ার পর ফিক্হ গ্রন্থগুলোর কোনো প্রকৃত সংস্করণ বের হয়নি। অর্থাৎ আজ থেকে প্রায় ১০০০-১২০০ বছর আগের মানবরচিত ব্যাবহারিকগ্রন্থ বর্তমান যুগেও ইসলামী শিক্ষালয়গুলোতে হুবহু পড়ানো হয়। প্রচলিত ফিক্হগ্রন্থের রচয়িতা আল্লাহ তা‘য়ালা বা রসুল স. বা তাঁর সাহাবীগণ নন। বরং এর রচয়িতা সাহাবাগণের পরের স্তরের মুসলিম মনীষীগণ। মানুষের দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, সাধারণ শিক্ষার সকল ব্যাবহারিক গ্রন্থ বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইত্যাদির কয়েক বছর পর পর নতুন সংস্করণ বের করা হয়। কিন্তু ফিক্হগ্রন্থের বেলায় এই স্বাভাবিক নিয়মটি আগে অনুসরণ করা হয়নি এবং বর্তমানেও অনুসরণ করা হচ্ছে না। কেন এটি হয়নি এবং এতে জাতির কল্যাণ হচ্ছে; না মহা ক্ষতি হচ্ছে, এ বিষয়ে মুসলিম জাতির করণীয় কী; তা নিয়ে আলোচ্য পুস্তিকায় আলোচনা করা হয়েছে। উল্লিখিত বিষয়ে মুসলিম জাতির ঘুম ভাঙাতে এ পুস্তিকাটি সাহায্য করবে এবং ব্যাপক কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ
Title
গবেষণা সিরিজ - ৩৩ : প্রচলিত ফিক্হগ্রন্থের সংস্করণ বের করা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয় কি?
অধ্যাপক ডাঃ মতিয়ার রহমান একজন কিডনী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।