লেখকের কথা আমার লেখালেখিরন শুরু অনেকটা শখের বশে, অনেকটা প্রয়োজনে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের একমাত্র পত্রিকা “মহাকাশ বার্তা” যখন শুধুমাত্র লেখক স্বল্পতার কারণে নিয়মিত প্রকাশ হতে পারছে না তখনি এসোসিয়েশনের সদস্য হিসেবে কিছু একটা করার তাগিদ অনুভব করলাম। অনেক ভেবে চিন্তে ছোটদের জন্য বিজ্ঞানের মজার বিষয়গুলো সহজ ভাষায় লেখার সিদ্ধান্ত নিলাম। এরপর “মহাকাশ বার্তায়” কিভাবে যে নিয়মিত হয়ে গেলাম জানি না। মহাকাশ বার্তায় ধারাবাহিক সেই লেখাগুলো নিয়েই এই বইটি করা হয়েছে। গাইতে গাইতে মানুষ “গায়েন” হয়, কিন্তু আমি লিখতে লিখতে “লেখক” হয়ে উঠতে পারিনি। “লেখক” হওয়ার আগেই বইটি প্রকাশ হওয়াটা অনেকটা ঘোড়ার আগের গাড়ি জুড়ে দেয়ার মতো ঘটনা। এটাই আমার প্রথম বই। তাই ভূলভ্রান্তি হওয়া স্বাভাবিক। পাঠকরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। লেখার মান কেমন হয়েছে তার বিচার করবেন পাঠকরাই।
এই বই প্রকাশে যারা আমাকে সহযোগিতা করেছেন তাঁদের নাম উল্লেখ না করলেই নয়। প্রথমেই বলতে হয় আমার মায়ের কথা, যিনি আমার লেখার প্রথম পাঠক। তাঁর উৎসাহেই আমার এতদূর আসা। বলতে হয় মশহুরুল আমিন মিলন ভাইয়ের কথা। তাঁর উৎসাহ আর সহযোগিতায় বইটি ২য় বার প্রকাশ করার সাহস পেয়েছি। আর বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের নাম উল্লেখ না করলেই নয়। তারা আমার বই প্রকাশের গুরু দায়িত্ব কাঁধে না নিলে হয়তো এ বই প্রকাশ করাই সম্ভব হতো না। মারুফ বিন আলম
সূচিপত্র * ওজন নিয়ে কথা * স্থিতি আর গতি * আবহাওয়ার পরিবর্তন * তরল পদর্থের ধর্ম * অলৌকিক কাণ্ডের ব্যাখ্যা * আলোর কেরামতি * শূন্যের সন্ধানে * তরল নয়কো সরল * ক্রিয়া প্রতিক্রিয়া * তাপ ও চাপের প্রভাব