সূচিপত্র * সেই দিন এই মাঠে * তোমরা যেখানে সাধ * বাংলার মুখ আমি দেখিয়াছি * যতদি বেঁচে আছি * একদিন জলসিড়ি * আকাশে সাতটি তারা * কোথাও দেখি নি আহা * কোথঅও দেখি নি আহা * হায় পাখি, একদিন * জীবন অথবা মৃত্যু * যে দিন সরিয়া যাব * পৃথিবী রয়েছে ব্যস্ত * ঘুমায়ে পড়িব আমি * ঘুমায়ে পড়িব আমি * যখন মৃত্যুর ঘুমে * আবার আসিব ফিরে * যদি আমি ঝ’রে যাই * মনে হয় একদিন * যে শালিখ মরে যায় * কোথাও চরিয়া যাবো * তোমার বুকের থেকে * গোল পাতা ছাউনির * অশ্বত্থের সন্ধ্যার হাওয়া * ভিজে হয়ে আসে মেঘে * খুঁজে তারে মরো মিছে * পাড়াগাঁর দু-পহর * কখন সোনার রোদ * এই পৃথিবীতে এক * কত ভোরে দু’পহর * এই ডাঙা ছেড়ে হায় * এখানে আকাশ নীল * কোথাও মঠের কাছে * চলে যাবো * এখানে ঘুঘুর ডাকে * শ্মশানের দেশে তুমি * তবু তাহা ভুল জানি * সোনার খাঁচার বুকে * কত দিন সন্ধ্যার অন্ধকারে * এ-সব কবিতা আমি * কত দিন তুমি আর আমি * এখানে প্রাণের স্রোত * একদিন যদি আমি * দূর পৃথিবীর গন্ধে * অশ্বত্থ বটের পথে * ঘাসের বুকের থেকে * এই জল ভালো লাগে * একদিন পৃথিবীর পথে * পৃথিবীর পথে আমি * মানুষের ব্যথা * তুমি কেন বহু দূরে * আমাদের রূঢ় কথা * এই পৃথিবীতে আমি * বাতাসে ধানের শব্দ * একদিন এই দেহ * আজ তারা কই সব * কোনোদিন দেখিব না * হৃদয় প্রেমের দিন * ঘাসের ভিতরে সেই * এই সব ভালো লাগে * সন্ধ্যা হয়-চারিদিকে * একদিন কুয়াশার * ভেবে ভেবে ব্যথা পাবো
জন্ম-(ফেব্রুয়ারি ১৮, ১৮৯৯ - বঙ্গাব্দ ফাল্গুন ৬, ১৩০৫ - কার্তিক ৫, ১৩৬১) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক এবং অধ্যাপক। তাকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে ২১টি উপন্যাস এবং ১০৮টি ছোটগল্প রচনা গ্রন্থ করেছেন যার একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। তাঁর জীবন কেটেছে চরম দারিদ্রের মধ্যে। বিংশ শতাব্দীর শেষার্ধকাল অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে। রবীন্দ্র-পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত। তাকে বাংলাভাষার শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করা হয়েছে। তিনি (অক্টোবর ২২, ১৯৫৪ -বঙ্গাব্দ কার্তিক ৫, ১৩৬১ ) সালে মৃত্যু বরণ করেন।