‘মুখোমুখি ’ বই এর ফ্ল্যাপের লেখা সাত জনই স্বনামধন্য । স্বক্ষেত্রে অনন্য। কেউ কেউ রাজনীতিতে, কেউ শিল্পক্ষেত্রে। কেউ চলচ্চিত্রে, কেউ কন্ঠসঙ্গীতে । যন্ত্রসঙ্গীতে কেউ, কেউ-বা চিত্রকলায় । এই সপ্তর্ষিমণ্ডলেরই মুখোমুখি হয়েছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়, নানান জায়গায়, নানান প্রশ্নের ঝুলি নিয়ে । এমনই সুনির্বাচিত প্রশ্নমালা, যাতে বিভিন্ন দিক থেকে আলো পড়ে এঁদের উপর । পড়ে ব্যক্তিত্বে, সত্তায় । জীবনে, কর্মপন্থায় । সাধনায়, সংগ্রামে । লক্ষ্যে, জীবনদর্শনে । সেই সুদীর্ঘ ও অন্তরঙ্গ সাক্ষাৎকারগুলি নিয়েই এই বই ৷ এখানে রয়েছে রাজীব গান্ধীর সাক্ষাৎকার, যা নেওয়া হয়েছিল তাঁর প্রধানমন্ত্রিত্বের শেষ মাসে । আছে বামফ্রন্টের মন্ত্রিসভার কর্ণধার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে কথাবার্তা। আছে সঙ্গীতজীবন সম্পর্কে সুচিত্রা মিত্রের, পারিবারিক চালচিত্র, সাঙ্গীতিক ঐতিহ্য ও জীবনদর্শন নিয়ে আমজাদ আলী খানের মতো সরোদশিল্পীর, চিত্রকলা নিয়ে মকবুল ফিদা হুসেনের কথোপকথন । আছে হিন্দুস্থান লিভারের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলাপের বিবরণ । আর আছে, সত্যজিৎ রায়ের মুখোমুখি হবার সূত্রে তিন মাত্রার তিনটি সাক্ষাৎকার ।
সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি ১৯৩৬ সালে কলকাতায় জন্মগ্রহন করেন। মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং হুগলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহন করেন । তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে ।ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় । তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা ও ছোটমামা প্রধান ।