এই বইয়ের রান্নাঘরে উঁকি দিলে তেল-ঝুল-কালি চোখে পড়লেও পড়তে পারে। তবে যেটা আপনাকে চমকে দেবে তা হল ঘর জুড়ে কাট্, লাইট, সাউন্ড, ক্যামেরা, আউটডোর শুটিং হিরো-হিরোইন প্রভৃতি শব্দের ওড়াউড়ি। সুস্বাদু রান্নার মনমাতানো গন্ধের মতো তারা ঘুরে বেড়াচ্ছে সারা বইয়ের পাতায় পাতায়। রান্নার বইয়ের পরিচয় দিতে গিয়ে এই ভূমিকাটুকু করতেই হল এইজন্যে যে, এই বইটির লেখিকা একজন সফল ও প্রখ্যাত অভিনেত্রী। অতএব তিনি যখন তাঁর রন্ধনশিল্পের কথা জানাতে বসেন তখন অবলীলায় এসে পড়ে সিনেমাজগতের বিচিত্র সব মুহূর্তের গল্প এবং নানা স্মরণীয় খণ্ডকাহিনী। সুস্বাদু নানাপদ কীভাবে রাঁধতে হবে তার শুকনো বিধরণেই শেষ হয়ে যায়নি এই বই। বরং প্রতি পাতায় এক একটি উত্তম রান্নার বর্ণনার পাশাপাশি এসেছে চলচ্চিত্র জগতের নানা অজানা গল্প। কাতলা মাছের ঝাল, দই চিকেন, ভেটকির কাঁটাচচ্চড়ি, কাজু চিকেন, পালং পনির কোপ্তা, সাগর দই প্রভৃতি উপাদেয় পদগুলোর সূত্রে এসেছে ছবি বিশ্বাস, উত্তমকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, সঞ্জীবকুমার, বনফুল, কিশোরকুমার, রবিশঙ্কর প্রমুখ বিখ্যাত মানুষজন। তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত, ভাললাগা, খুশি হওয়া, তৃপ্ত হওয়ার অজানা কাহিনী। লেখিকা শুধু অভিনয় নয়, রন্ধনেও কতদূর পটীয়সী, তার স্বাক্ষর এই বই। নিজের হাতে, নিজের মতো করে রেঁধে নানা পদ পরিবেশন করেছেন তিনি। সিনেমার জগৎ ও রান্নার বিশ্ব ধরা রইল এই বইয়ে।