"দেশভাগের গল্প" বইয়ের ফ্ল্যাপের লেখা: ১৯৪৭ সালের দেশভাগ এক বিরাট ও সুদূরপ্রসারী রাজনৈতিক ঘটনা। সে-ঘটনার ফলে বিশাল বিপুল বিচিত্র মহাভারতবর্ষের ভূগােলটাই যে শুধু বদলে গিয়েছে তা নয়; বদলে গিয়েছে মানুষ ও তাদের মধ্যেকার সম্পর্কগুলিও। মানুষে মানুষে সম্পর্কের সেইসব পরিবর্তনই বুঝি-বা নিয়ন্ত্রণ করেছে বিভক্ত ভারতবর্ষের খণ্ডিত অংশগুলির রাজনীত, অর্থনীতি, কূটনৈতিক সম্পর্কসুদ্ধ অনেক কিছু। ইতিহাসবেত্তা, সমাজবিশারদ, অর্থনীতিবিদ, পরিবেশ-বিশেষজ্ঞরা সে-সব বিষয়ে অনেক লিখেছেন, এখনাে লিখে চলেছেন, ভবিষ্যতেও লিখবেন। কিন্তু ব্যক্তি ও সমাজের ওপর দেশভাগের প্রত্যক্ষ ও পরােক্ষ। অভিঘাতের আখ্যান বাংলাদেশের কথাসাহিত্যে রচিত হয়েছে সামান্যই। হাসান আজিজুল হক সেই বিরল কথাশিল্পীদের একজন, যার লেখা গল্প-উপন্যাসের বড় ও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে দেশভাগ। তাঁর রচিত আগুনপাখিই সম্ভবত বাংলাদেশের উপন্যাসভাণ্ডারের একমাত্র শিল্পরত্ন, যার উপজীব্য দেশভাগ। আগুনপাখি লেখার আগে তিনি দেশভাগ নিয়ে লিখেছেন এমন কতগুলি ছােটগল্প, যেগুলাের বাংলা কথাসাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। এ-বইতে সেই সব গল্প একত্রে পাওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়। গভীরভাবে ইতিহাসনিষ্ঠ, সুতী রাজনৈতিক পর্যবেক্ষণশক্তির অধিকারী, ব্যক্তি ও সমাজের মনােবিশ্লেষণে সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন লেখক হাসান আজিজুল হক সর্বোপরি একজন সুনিপুণ কথাশিল্পী। মানুষের সুখ-দুঃখ, আশা-নিরাশা, সৌন্দর্য-কদর্যতা, সারল্য-কূটিলতা এবং রাষ্ট্র-রাজনীতি-সমাজ ও প্রকৃতির ক্ষমাহীন বিরুদ্ধতার মুখে মানুষের নিরন্তর সংগ্রামের ছবি আঁকায় তাঁর প্রতিভা ও দক্ষতার তুলনা কেবল তিনিই। এ-বইয়ের প্রত্যেক গল্পে সেই স্বাক্ষর রয়ে গেছে।
সাম্প্রতিক বাংলা সাহিত্যের গৌরবময় একটি নাম হাসান আজিজুল হক। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্ধমান জেলার যবগ্রামে তার জন্ম । নিজের গ্রাম থেকে স্কুলের পড়া সাঙ্গ করে ওপার-বাংলায় চলে যান। তিনি, দর্শনশাস্ত্রের পড়াশোনার পর অধ্যাপনা করেন সেখানকার কয়েকটি কলেজে। ১৯৭৩ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক, এখন অবসরপ্রাপ্ত। অধ্যাপনার সঙ্গে সঙ্গে দীর্ঘকাল অনেক গল্পের স্ৰষ্টা তিনি। গল্প অনেক লিখেছেন, কিন্তু, রহস্যময় কোনো কারণে, উপন্যাস-লেখায় বিশেষ আগ্ৰহ দেখান নি প্ৰতিভাবান এই কথাসাহিত্যিক । এ-বইটি প্ৰকাশিত হবার সঙ্গে সঙ্গে পাঠকসমাজের উৎসুক প্রতীক্ষার যেন অবসান হলো, আমাদের হাতে এসে পৌঁছল হাসান আজিজুল হকের হৃদয়স্পশী এই উপন্যাস : ’আগুনপাখি’ ।