'A Caribbean Mystery' Summary of the book This story takes place at the Golden Palm resort on the Caribbean island of St Honoré. Miss Marple's nephew has paid for her to holiday there after a bout of ill health. She speaks with Major Palgrave, a well-travelled man with many stories to share. She sits, half listening, until Palgrave tells a story about a man who got away with murder more than once. When Palgrave asks her if she wants to see a picture of a murderer, she listens intently - but after he look in his wallet for the photo, he suddenly changes the subject. Miss Marple looks up to see why and spots several people nearby. The next day, when the maid Victoria finds Major Palgrave dead in his room, Miss Marple is convinced he was murdered. She asks Dr Grahame to find the photo he mentioned, pretending it is of her nephew. Meanwhile, she interviews the others: Tim and Molly Kendal, owners of the hotel; the Prescotts, a clergyman and his sister; Mr Jason Rafiel, a tycoon confined to a wheelchair; Jackson, his nurse/masseur/attendant/valet; Esther Walters, his secretary; the American Lucky Dyson and her husband, Greg; and Edward and Evelyn Hillingdon. On the beach, Miss Marple sees Señora de Caspearo, a woman on holiday who says she remembers Major Palgrave because he had an evil eye. Miss Marple corrects her that he had a glass eye, but she still says that it was evil. Victoria informs the Kendals that she did not remember seeing the high blood pressure medication, Serenite, in Major Palgrave's room before his death, although it was found on his table after his death. That night, Victoria is found stabbed to death. Molly begins having nightmares. Miss Marple finds Jackson looking at Molly's cosmetics who says that if belladonna were added to it, it would cause nightmares. The following night, Tim finds Molly unconscious on the floor, apparently having taken an overdose of sleeping pills. The police are involved, and the cook, Enrico, tells them he saw Molly holding a steak knife before going outside. Miss Marple asks the others if Major Palgrave told people about the photo. Others claim Palgrave said it was not a photo of a wife killer but a husband killer. Major Palgrave is exhumed and the autopsy reveals that he was poisoned. At night, Tim wakes up to find his wife is missing. They find what seems to be her body in a creek, but it turns out to be Lucky; the two women resemble one another. Miss Marple wakes Mr Rafiel and they go to Tim and Molly Kendal's house. There they find Tim offering Molly some wine. Miss Marple tells Jackson to take the wine away. She shows it to Mr Rafiel, saying there is a deadly narcotic in it. She explains that Tim is the wife killer, recognised by Major Palgrave. Miss Marple had thought Palgrave saw the Hillingdons and the Dysons on his right as they were coming up the beach, but later realised that he had a glass eye on the right so he could not have seen them. Tim and Molly were sitting on his left. Tim was planning to kill his wife and so had to kill Major Palgrave when he recognised him. He also killed Victoria, who remembered the Serenite. Tim put belladonna in Molly's cosmetics to make her appear mad to the others. Tim had asked his wife to meet him by the creek, but Molly had been distracted by a vision due to the belladonna and wandered off. Tim saw Lucky and mistook her for Molly. He was about to poison Molly when Miss Marple came in. Esther Walters suddenly insists that Tim is not a killer. Tim shouts at her to keep quiet. He had been planning to marry Esther, after Molly's death, because he had heard that she was going to inherit a large sum of money from Jason Rafiel.
'দ্য কুইন অব ক্রাইম' ও 'দ্য কুইন অব মিস্ট্রি' নামে পরিচিত আগাথা ক্রিস্টি অপরাধ বিষয়ক বা রহস্য উপন্যাস রচনার ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর পুরো নাম আগাথা মেরি ক্ল্যারিসা ক্রিস্টি৷ বিখ্যাত এই ইংরেজ লেখিকা সকল গোয়েন্দাগল্প ও রহস্যকাহিনী পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে। তিনি বেশ বিখ্যাত কিছু চরিত্রের স্রষ্টা, যাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো গোয়েন্দা এরকুল পোয়ারো এবং মিস মার্পল, যাদের নাম শোনা যায় গোয়েন্দাকাহিনী পাঠকদের মুখে মুখে। 'ম্যারি ওয়েস্টমাকট' ছদ্মনাম ব্যবহারকারী এই প্রখ্যাত লেখিকা ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের ডেভন এ জন্মগ্রহণ করেন। আগাথা ক্রিস্টি এর বই সমূহ মূলত রোমাঞ্চ, হত্যারহস্য, অপরাধ ও গোয়েন্দাকাহিনী এবং রোমান্টিক ঘরানার। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী আগাথা ক্রিস্টির বই বিশ্বের ইতিহাসে সর্বাধিক বিক্রিত বই এবং এক্ষেত্রে তাঁর সমকক্ষ হিসেবে শুধু আরেক কিংবদন্তী সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকেই ধরা যায়। আগাথা ক্রিস্টি এর বই সমগ্র এর সংখ্যা প্রায় আশিটি। আগাথা ক্রিস্টি রচনাসমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার এট স্টাইলস, দ্য মার্ডার অফ রজার অ্যাকর্ড, দ্য বিগ ফোর, দ্য মিস্ট্রি অফ দ্য ব্লু ট্রেন, পেরিল এট এন্ড হাউস, মার্ডার ইন মেসোপটেমিয়া, ডেথ অন দ্য নাইল, অ্যাপয়েন্টমেন্ট উইথ ডেথ, এরকুল পোয়ারোজ ক্রিসমাস, স্যাড সাইপ্রাস, দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ, দ্য বডি ইন দ্য লাইব্রেরি, দ্য মুভিং ফিংগার, এ মার্ডার ইজ এনাউন্সড, দে ডু ইট উইথ মিররস, এ পকেট ফুল অফ রাই, ৪:৫০ ফ্রম প্যাডিংটন, নেমেসিস ইত্যাদি। আগাথা ক্রিস্টি সমগ্র এর মধ্যে আরো রয়েছে বিখ্যাত সব নাটক, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের নাটক 'দ্য মাউজট্র্যাপ'। আগাথা ক্রিস্টি অনুবাদ বই এর সংখ্যাও অনেক, এমনকি ইউনেস্কোর বিবৃতি অনুযায়ী তাঁর বইগুলো সবচেয়ে বেশি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বাংলা ভাষায় অনূদিত বইয়ের সংখ্যাও নেহায়েত কম নয়। অনূদিত আগাথা ক্রিস্টি বাংলা বই এর মধ্যে 'সিরিয়াল কিলার', 'গেম ওভার', 'পোয়েটিক জাস্টিস', 'খুনের তদন্ত', 'মার্ডার ইন মেসোপোটেমিয়া', 'থ্রি ব্লাইন্ড মাইস', 'এ বি সি মার্ডার' ইত্যাদি উল্লেখযোগ্য৷ সাহিত্যে অবদানের জন্য ১৯৭১ সালে তিনি 'ডেম' উপস্থিতিতে ভূষিত হন। ১৯৭৬ সালের ১২ জানুয়ারি আগাথা ক্রিস্টি ৮৫ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে মৃত্যুবরণ করেন।