ACKNOWLEDGMENTS A debt of gratitude to Emily Bestler, Jason Kaufman, Ben Kaplan, and everyone at Pocket Books for their belief in this project. To my friend and agent, Jake Elwell, for his enthusiasm and unflagging effort. To the legendary George Wieser, for convincing me to write novels. To my dear friend Irv Sittler, for facilitating my audience with the Pope, secreting me into parts of Vatican City few ever see, and making my time in Rome unforgettable. To one of the most ingenious and gifted artists alive, John Langdon, who rose brilliantly to my impossible challenge and created the ambigrams for this novel. To Stan Planton, head librarian, Ohio University Chillicothe, for being my number one source of information on countless topics. To Sylvia Cavazzini, for her gracious tour through the secret Passetto. And to the best parents a kid could hope for, Dick and Connie Brown... for everything. Thanks also to CERN, Henry Beckett, Brett Trotter, the Pontifical Academy of Science, Brookhaven Institute, FermiLab Library, Olga Wieser, Don Ulsch of the National Security Institute, Caroline H. Thompson at University of Wales, Kathryn Gerhard and Omar Al Kindi, John Pike and the Federation of American Scientists, Heimlich Viserholder, Corinna and Davis Hammond, Aizaz Ali, the Galileo Project of Rice University, Julie Lynn and Charlie Ryan at Mockingbird Pictures, Gary Goldstein, Dave (Vilas) Arnold and Andra Crawford, the Global Fraternal Network, the Phillips Exeter Academy Library, Jim Barrington, John Maier, the exceptionally keen eye of Margie Wachtel, altmasonic. members, Alan Wooley, the Library of Congress Vatican Codices Exhibit, Lisa Callamaro and the Callamaro Agency, Jon A. Stowell, Musei Vaticani, Aldo Baggia, Noah Alireza, Harriet Walker, Charles Terry, Micron Electrics, Mindy Renselaer, Nancy and Dick Curtin, Thomas D. Nadeau, NuvoMedia and Rocket E-books, Frank and Sylvia Kennedy, Simon Edwards, Rome Board of Tourism, Maestro Gregory Brown, Val Brown, Werner Brandes, Paul Krupin at Direct Contact, Paul Stark, Tom King at Computalk Network, Sandy and Jerry Nolan, Web guru Linda George, the National Academy of Art in Rome, physicist and fellow scribe Steve Howe, Robert Weston, the Water Street Bookstore in Exeter, New Hampshire, and the Vatican Observatory.
FACT The world's largest scientific research facility - Switzerland's Conseil Européen pour la Recherche Nucléaire (CERN) - recently succeeded in producing the first particles of antimatter. Antimatter is identical to physical matter except that it is composed of particles whose electric charges are opposite to those found in normal matter. Antimatter is the most powerful energy source known to man. It releases energy with 100 per cent efficiency (nuclear fission is 1.5 per cent efficient). Antimatter creates no pollution or radiation, and a droplet could power New York City for a full day. There is, however, one catch... Antimatter is highly unstable. It ignites when it comes in contact with absolutely anything... even air. A single gram of antimatter contains the energy of a 20-kiloton nuclear bomb - the size of the bomb dropped on Hiroshima. Until recently antimatter has been created only in very small amounts (a few atoms at a time). But CERN has now broken ground on its new Antiproton Decelerator - an advanced antimatter production facility that promises to create antimatter in much larger quantities.
AUTHOR'S NOTE References to all works of art, tombs, tunnels, and architecture in Rome are entirely factual (as are their exact locations). They can still be seen today. The brotherhood of the Illuminati is also factual.
মার্কিন থ্রিলার লেখক ড্যানিয়েল গেরহার্ড ব্রাউনের জন্ম ১৯৬৪ সালের ২২ জুন। ড্যান ব্রাউন নামেই বিখ্যাত এই লেখকের জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে। তাঁর বাবা বিখ্যাত গণিত শিক্ষক রিচার্ড জি. ব্রাউন ফিলিপস এক্সিটার একাডেমিতে পড়াতেন। এই সূত্রে ড্যান এই একাডেমি থেকেই গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি। ছোটবেলায় সংগীতের প্রতি ঝোঁক থাকায় ১৯৮৬ সালে পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে ব্যর্থ হন। ১৯৯৪ সালে সিডনি শেলডন এর লেখনী থেকে অনুপ্রাণিত হয়ে ড্যান লেখালেখির জগতে প্রবেশ করেন। উপন্যাস হিসেবে ড্যান ব্রাউন এর বই 'ডিজিটাল ফোরট্রেস' প্রকাশিত হয় ১৯৯৬ সালে, সেটাই ছিল তাঁর প্রথম লেখা। পাঠক বইটি সাদরে গ্রহণ করায় আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে প্রকাশিত 'দ্য ভিঞ্চি কোড' বিশ্বজুড়ে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক চিহ্নের রহস্যময়তা, কী, কোড এবং ষড়যন্ত্র তত্ত্বগুলোর সন্নিবেশ তাঁর রচনাগুলোকে করেছে আরো আকর্ষণীয়। রবার্ট ল্যাংডনের চরিত্রটিকে কেন্দ্রে রেখে তিনি দুঃসাহসিক সব অভিযানের রূপায়ণ করেছেন তাঁর লেখায়। ড্যান ব্রাউন এর বই সমূহ বিশ্বজোড়া থ্রিলার পাঠকদের জন্য যেন সোনার খনি। তাঁর রচনায় বুঁদ হয়ে থাকা পাঠকেরা সাংকেতিক রহস্যময়তার জন্য ড্যান এর রচনার সমাদর করেন। পাঠকনন্দিত ড্যান ব্রাউন এর বই সমগ্র হলো 'ডিসেপশন পয়েন্ট', 'এঞ্জেলস এন্ড ডেমনস', 'দ্য লস্ট সিম্বল', ' ইনফার্নো' ও 'অরিজিন'। তাঁর লেখা বই বিশ্বের ৫২টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে ২০০ মিলিয়নেরও বেশি কপি। এছাড়াও 'এঞ্জেলস এন্ড ডেমন্স', 'দ্য ভিঞ্চি কোড', এবং 'ইনফার্নো' পেয়েছে চলচ্চিত্র রূপ। যদিও তাঁর রচনা নিয়ে ধর্মতত্ত্ববিদেরা বিতর্কের জন্ম দিয়েছেন, তবে ড্যান তাঁর রচনাকে ধর্মের রহস্যময়তার নতুন এক দিক হিসেবেই বর্ণনা করেছেন।