ভূমিকা লুটেরা: ট্রেন -ডাকাত হারমারের সঙ্গে পরিচয় হতে ঘটনাচক্রে তিন শ’ বিশ একর জমির মালিক হয়ে গেল রবার্ট হিকক। ওখানে আছে আড়াই লাখ ডলার ও সোনার মোরহ।গুপ্তধন উদ্ধার করতে অ্যারিজোনায় জলে এল হিকক। আসতে লাগল একের পর এক আউট-ল। শূরু হলো আক্রমণ । সবাই ভাবছে রবার্ট জানে কোথায় আছে গুপ্তধন। আততায়ী খুন করতে চায়, জমি কেড়ে নিতে চায় প্রভাব শালী রানশার। কয় দিক সামলাবে হিকক? দুর্বিপাক: ফেডারাল মার্শাল রিচার্ড হাডসন নিজ কাছে জড়িয়ে নিল প্রাক্তন আউল-ল রক বেননকে। বন্ধুকে নিয়ে ল্যাটিগো বেসিনে চলল বেসন। ওর মূল উদ্দেশ্য : ডাকাত ডাকোটা জোন্সকে সাহায্য করা। শুরু হলো এক লাখ ডলার নিয়ে বাঘে মহিষে লড়াই। শেষে তাড়া খেয়ে শূন্য হাজার ফুট উঠে গেল বেনন। তা হলে রানশার নরম্যান ফক্সকে কে বাঁচাতে? এগিয়ে আসতে লিঞ্চি মব! খলনায়ক: এ কিন্তু কোনও গল্প নয়। রবার্ট চেয় ফালতু গল্প বলে না। এটা আমার জীবনের কাহিনী। শুনতে চানস? আসুন জেলের ভিতর। কেউ বলে আমি গানফাইটার, কেউ বলে খুনে, কেউ বলে চোর-গুণ্ডা-বদমায়েশ। আসল কথা জানতে চান? একরত্তি মিথ্যে বলব না জীবনের শেষ সময়ে। আমার চেয়ে ভাল চেনে না কেউ পশ্চিমকে। আসুন, আমাকে লটকে দেয়ার আগেই ঘুরিয়ে আনি আপনাকে পুরনো সেই মুক্ত স্বাধীন-অবারিত পশ্চিম থেকে । বহু কিছু জানবেন, যা আগে কখনও কল্পনাতে আসেনি আপনার।