ভূমিকা ‘ট্রেজার আইল্যান্ড’-এর স্রষ্টা রবার্ট লুই স্টিভেনসন জন্মগ্রহণ করেন ১৮৫০ সালের ১২ নভেম্বর স্কটল্যান্ডের এডিনবরায়। তার বাবার নাম টমাস স্টিভেনসন। পেশায় ইঞ্জিনিয়ার। মূলত লাইটহাউস বা বাতিঘর নির্মাণ করতেন। মা মার্গারেট ইসাবেলা ছিলেন ধর্মযাজকের মেয়ে।
বাবার ইচ্ছা ছিলো তিনি ব্যাবিস্টার হবেন। কিন্তু ব্যারিস্টারি পাস করার পরও কখনো প্র্যাকটিস করেননি। তিনি লেকালেখি করতে ভালোবাসতেন। তাইতো রবার্ট লুই স্টিভেনসন হয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক।
লেখালেখি অবশ্য স্টিভেনসনের চেলেবেলাতেই শুরু হয়েছিলো। তিনি শুধু ইংরেজি ভাষায় নয়, ফরাসি ভাষায়ও চমৎকার কবিতা লিখতে পারতেন। যুবক লুই স্টিভেনসনের বেশ কিছু প্রবন্ধও ছাপা হয় বিভিন্ন পত্রিকায়। ১৮৭৮ সালে তিনি আমেরিকা চলে যান। এক বছর পর আবার তিনি স্কটল্যান্ডে ফিরে আসেন। এরপর থেকেই লুই স্টিভেনসন পুরোপুরিভঅবে নিজেকে সাহিত্য রচনায় নিয়োজিত করেন। পরবর্তী পাঁচ ছয় বছরের মধ্যে বেশ কয়েকটি কিশোরপাঠ্য বই লেখেন তিনি। এগুলোর মধ্যে ‘ট্রেজার আইল্যান্ড’, ‘কিডন্যাপড’, ‘দ্য স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’, ‘দ্য স্ন্যাক অ্যারো’ এবং ‘চাইল্ড গার্ডেন অব ভার্সেস’ জনপ্রিয়তা লাভ করে।
‘ট্রেজার আইল্যান্ড’ বিখ্যাত বইগুলোর অন্যতম। কিন্তু মজার ব্যাপার হলো, লেখক কিন্তু এ বইটির নাম দিয়েছিলেন ‘দ্য সি কুক’। এটা সে সময়কার বিখ্যাত পত্রিকা ‘ইয়াং ফোক্স’-এ ধারাবাহিকভাবে ছাপা হয়। অমর কথাশিল্পী রবার্ট লুই স্টিভেনসন মারা যান ১৮৯৪ সালের ৩ ডিসেম্বর।