ভূমিকা বীরবলের সঠিক জন্মস্থান সম্বন্ধে ঐতিহাসিকরা সঠিক কিছু বলতে পারেননি। অনেকের মতে তিনি বুন্দেলখণ্ডে আবার কারো মতে বারানসীতে জন্মগ্রহণ করেছিলেন। ‘বীরবল’ শব্দের অর্থ হল জ্ঞানী। বীরবল ছিলেন জাতিতে ব্রাহ্মণ। সে যাই হোক, বীরবল সংস্কৃত, আরবি ও ফারসি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। তাছাড়া জ্ঞান ও পাণ্ডিত্রের গভীরতা, হাস্যরসিকতা ও কাব্য প্রতিভার দ্বারা বীরবল বাদশা আকবরের একসময় বিশেষ প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। এমনকি আকবরের মন্ত্রীসভার প্রধানমন্ত্রী পদের যোগ্যতাও অর্জন করেছিলেন।
শুধু সমাজ ও ব্যক্তি জীবনের ত্রুটি বিচ্যুতি নয় স্বয়ং বাদশা আকবরের অনেক ত্রুটিবিচ্যুতিকে বিদ্রূপবাণে বীরবল বিদ্ধ করতেন। বীরবলের গল্পগুলোর মধ্যে কতকগুলো গল্প তাঁর বাস্তক জীবনের প্রত্যক্ষ ঘটনা যা পরে লিখিত গল্পের রূপ ধারণ করে। আবার কতকগুলো গল্প কল্পিত হাস্যরসাত্মক রচনা। কিন্তু বীরবলের সব গল্পগুলোর মধ্যেই আছে এক প্রখর বুদ্ধির উজ্জ্বল দীপ্তি ও গভীর অন্তর্দষ্টি যা রাজসভার জ্ঞানী গুণীদের সঙ্গে স্বয়ং বাদশাকেও অভিভূত করে দিতেন।
বীরবলের সেই বহুল প্রচারিত গল্পগুলো নিয়ে বীরবলের গল্পসমগ্র প্রকাশ করা হল। আশা করি এই বইয়ের সংকলিত গল্পগুলো আমাদের ছোট পাঠকদের অনাবিল আনন্দে ভরিয়ে তুলবে।
সম্পাদক
সূচিপত্র * মহেশ থেকে বীরবল * জ্ঞানভাণ্ডার * কে গাধা? * নিজের জীবন * উচিত জবাব * চতুর বীরবল * আলো-ছায়া * মূর্খদের তালিকা * হাতের তালুতে লোম নেই কেন? * ষাঁড়ের দুধ চাই * পুণ্যাত্ম পাখি * নদীর বিয়ে * বীবরলের বিচার * চিত্রকর রোশনলাল * বীরবলের বুদ্ধি * বাদশার ভাগ্যগণনা * বকশিশের বখরা * দর্পচূর্ণ * সঠিক তারা গণনা * সম্রাজ্ঞীর সবচেয়ে প্রিয় বস্তু * নানা রূপ * অভ্যাসই মানুসের দাস * শুনলেই কাজ হবে * অলস হতে বলিনি * চোর ধরার মতলব * বীরবল কেন প্রিয় * দশ মিথ্যাবাদী * আজব অঙ্ক * স্পর্শ না করে রেখা টানা * চুরি করার উপায় * চার বন্ধু * শীতভাইয়ার বক্তব্য * মুক্তো দান * বাদশাপুত্র মন্ত্রিপুত্র * দুই হাজার এক পাগল * দৈবজ্ঞের চালাকি * আশ্চর্য কৌশল * ছোট নয় * সত্য-মিথ্যার ব্যবধান * উপস্থিত বুদ্ধি * যেমনি সাহসী, তেননি ভীতু * কাকের সংখ্যা কত? * প্রকৃত সুখী কে? * স্বেচ্ছায় প্রকাশ * সরল বিশ্বাস * সব সমান হুজুর * বোধহয় একটা দেখাই মঙ্গল * বীরবলের উপস্থিত বুদ্ধি * কাজীর বিচার