ফ্ল্যাপে লিখা কথা আদিকাল থেকে ও মানুষসহ সমগ্র প্রাণিজগৎ বন ও বনানীর উপর নানা ভাবে নির্ভরশীল। বন ও বনানীও প্রাণিজগতের পাশাপাশি মানুষের কাছে ঋণী। পৃথিবীর দূষণমুক্ত আবহাওয়া, পরিবেশ সুরক্ষা এবং প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সংরক্ষণের জন্যও পৃথিবীর স্থলভাগের অন্তত এক ভাগে বনবনানি থাকা আবশ্যক। কিন্তু মানুষ নির্বিচারে বন ধ্বংস করে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায়ও জীববৈচিত্র্য সংরক্ষণে হুমকির সৃষ্টি করেছেন। সে সঙ্গে বিশ্বের উষ্ণায়নেও প্রত্যক্ষ অবদান রাখছে। কাছেই, মানুষকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে বনজনানির অবদান সম্পর্কে সচেতন করা জরুরি। সেই সঙ্গে বনবিষয়ক অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যও গ্রন্থে পরিবেশিত বক্তব্যসমূহ প্রাসঙ্গিক। সাধারণ পাঠক ও শিক্ষার্থীরা বইটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত সংগ্রহ করে উপকৃত হতে পারেন।
সূচিপত্র * ফরেস্ট (বন) ও ফরেস্ট্রি (বন ব্যবস্থাপনা) * পৃথিবীর বন ও বনানী * বাংলাদেশের বন ও বনানী * বন ও বনানীর অবদান * বন ও বনানী ধ্বংসের কারণ * বন-বনানীর উদ্ভিদ ও প্রাণী * বাংলাদেশের বননীতি ও বিধিবিধান * সামাজিক বনায়ন * বৃক্ষরোপণ ও পরিচর্যা * বন সংরক্ষণ ও বন ব্যবস্থাপনা
তপন চক্রবর্তী জন্ম : ২০ জানুয়ারি, ১৯৪২ পিতা : জ্যোতিরিন্দ্রনাথ চক্রবর্তী, মাতা : চপলাবালা চক্রবর্তী । গ্রাম : সুখছড়ি, উপজেলা : লােহাগড়া, জেলা : চট্টগ্রাম । আনুষ্ঠানিক শিক্ষা : সুখছড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয় (অষ্টম শ্রেণি); প্রবর্তক বিদ্যাপীঠ (মাধ্যমিক); চট্টগ্রাম সরকারি কলেজ (উচ্চ মাধ্যমিক ও স্নাতক বিজ্ঞান); এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। (স্নাতকোত্তর প্রাণিবিদ্যা)। চাকুরি : টেকনাফ হাইস্কুল; প্রবর্তক বিদ্যাপীঠ; শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক কলেজ; রাঙামাটি কলেজ; চট্টগ্রাম সিটি কলেজ; ত্রিবেণীদেবী ভলােটিয়া কলেজ, রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ, ভারত; বাংলা একাডেমির স্বেচ্ছাবসর গ্রহণকারী উপপরিচালক; এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রােজেক্টে ইনস্ট্রাকশন্যাল ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট বিষয়ক স্থানীয় শিক্ষা উপদেষ্টা। অনানুষ্ঠানিক সাংস্কৃতিক কর্মকাণ্ড। ১.বাংলাদেশ ও ভারতে বিজ্ঞান বিষয়ক অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ ও কর্মশালা পরিচালনা ।। ২.বাংলাদেশ রেডিওতে বহুবছর ধরে বিজ্ঞানের ফিচার লেখা ও নানান বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ ও অনুষ্ঠান পরিচালনা । ৩.বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান পরিচালনা ও অংশগ্রহণ। বাংলাদেশের বাংলা ভিশন ও মাছরাঙা ইত্যাদি চ্যানেলে বিজ্ঞান বিষয়ক আলােচনায় অংশগ্রহণ । ৪.সভা-সমিতিতে, সভাপতি, প্রবন্ধ উপস্পক, আলােচক, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিশেবে দায়িত্বপালন । ৫. বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিত্বশীল সংবাদপত্রে ও সাময়িকীতে বিজ্ঞানবিষয়ক নিবন্ধ রচনা ।।