ভূমিকা অনেক দিনের লেখা নানারকম প্রাবন্ধিক গদ্যরচনা এই গ্রন্থে একত্রিত করা হলো।পাঁচটি পর্বে বইটি ভাগ করে দেওয়ার হয়েছে। প্রথম পর্বে সৃষ্টিশীল কয়েকটি প্রবন্ধ। দ্বিতীয় ও তৃতীয় পর্বে কাজী নজরুল ইসলাম ৯১৮৯৯-১৯৭৬) ও কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) সম্পর্কে প্রবন্ধাবলি।সদ্য অতিক্রান্ত হলো এই দুই মহৎ কবির জন্মশতবর্ষ। গত তিন-চার দশক ধরে এঁদের সম্পর্কে কাজ করে চলেছি। এঁদের জন্মশতবর্ষে যে শরিক হতে পারলাম, এ আমার মহাসৌভাগ্য বলে মনে করি।তবে দুজনই তো বিশেষ দিন-তারিখ-বছররের ঊর্ধ্বে-আমাদের প্রাত্যহ সঙ্গী।বইএর দুটি অংশ এঁদের সম্পর্কেই নিবেদিত।রচনাগুলিও অধিকাংশক এই সময়কালের। চতুর্থ পর্বে বাংলাদেশের সাহিত্যে সম্পর্কে কয়েকটি আলোচনা। কোনো প্রবহমান সাহিত্য সম্পর্কে শেষ কথা বলা অসম্ভব। এ শুধু নদী থেকে এক আঁজলা ভরে নেওয়া। সর্বশেষ পর্বে রইলো একগুচ্ছ প্রন্থালোচনা।বইএর নাম দেওয়া হলো আধুনিক সাম্প্রতিক। বিংম শতাব্দীর দুই শ্রেষ্ঠ কবি নজরুল ও জীবনানন্দ-আধুনিক তো বটেই, এক অর্থে সাম্প্রতিকও; কেননা তাঁদের অনেক লুক্কায়িত রচনা আজো বেরিয়ে আসছে অন্ধকার থেকে। বিশেষত জীবনানন্দের এত লেখা তাঁর মৃত্যুর পরে গত দুই-তিন দশকে আবিষ্কৃত হয়ে চলেছে, তাঁকে আমাদের সমসাময়িক বলেই মনে হয়। বই রিভিয়্যুগুলো আমার সমকালের লেখকদের-বাংলাদেশের (এবং পশ্চিম বাংলার) সাহিত্যও তো আমাদের সমকালেরই। আবার, এইসবই আধুনিকতার ভিতরে প্রবিষ্ট। ‘সময় প্রকাশন’-এর প্রধান ফরিদ আমার গদ্যরচনার এই প্রতিভূ-সংগ্রহটি প্রকাশ করছেন। আমি কৃতজ্ঞ।সময়ের অবিশ্রাম ধারাবাহিকতার একটি অংশমাত্র পাঁচ আঙুলে স্পর্শ করেছি। অল্পক্ষণের জন্যে। এর চেয়ে বেশি দাবি নেই আমার। সমস্ত সাম্প্রতিকতা-আধুনিকতা যেখানে গিয়ে মিশেছে, আমার অক্ষরগুলো সেই স্রোতে ভাসিয়ে দিলাম। আবদুল মান্নান সৈয়দ ভাদ্র ১৪০৭
আবদুল মান্নান সৈয়দ (৩ আগস্ট ১৯৪৩ - ৫ সেপ্টেম্বর ২০১০) বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। তিনি ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "পোয়েট ইন রেসিডেন্স" ছিলেন। বিংশ শতাব্দীর ষাট দশক থেকে বাংলা সমালোচনা-সাহিত্যে তার গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের উপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। তিনি ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখ কবি-সাহিত্যিক-সম্পাদককে নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই পরিচিত ছিলেন।