ফ্ল্যাপে লেখা কিছু কথা আধুনিক বিশ্বে ইসলামের মতো আর কোনও ধর্মকেই এভাবে ভয় করা হয়নি, ভুল বোঝা হয়নি।সাধারণ মানুষের ধারণাকে এই ধর্মটি সন্ত্রাস, স্বেচ্ছাচারী সরকার, নারী নির্যাতন আর গৃহযুদ্ধকে উস্কে দেওয়া ধর্ম হিসাবে তাড়া করে ফেরে।ইসলাম সম্পর্কে এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ পাল্টা জবাব নিয়ে ও বহু বছরের চিন্তা ও ভাবনাকে শুদ্ধ করে ক্যারেন আর্মস্ট্রং-এর সংক্ষিপ্ত ইতিহাস বিশ্বের দ্রুত প্রসারমান ধর্মটি যে এর আধুনিক মৌলৈবাদীদের ধারনার চেয়ে বেশ জটিল একটি বিষয় সেটাই তুলে ধরেছে।
সূচিপত্র * মানচিত্র সূচি * ভূমিকা * ঘটনাপঞ্জি
১. সূচনা * পয়গম্বর (৫৭০-৬৩২) * রাশিদুন (৬৩২-৬৬১) * প্রথম ফিৎনা
২. বিকাশ * উমাঈয়া ও দ্বিতীয় ফিৎনা * ধর্মীয় আন্দোলন * উমাঈয়াদের শেষ বছরগুলো (৭০৫-৭৫০) * আব্বাসীয় যুগ : খেলাফতের সুবর্ণ সময় (৭৫০-৯৩৫) * গোপন ধর্মীয় আন্দোলন
৪. বিজয়ী ইসলাম * রাজকীয় ইসলাম (১৫০০-১৭০০) * সাফাভীয় সাম্রাজ্য * মোগল সাম্রাজ্য * আটোমান সাম্রাজ্য
৫.প্রতিরুদ্ধ ইসলাম * পশ্চিমের আবির্ভাব (১৭৫০-২০০০) * আধুনিক মুসলিম রাষ্ট্র কী * মৌলবাদ * সংখ্যালঘু হিসেবে মুসলিম * আগামীর সম্ভাবনা * পরিশিষ্ট * উপসংহার * ইসলামের ইতিহাসের প্রধান ব্যক্তিবর্গ * আরবী শব্দার্থ * তথ্যসূত্র
অনুবাদক শওকত হােসেন-এর আদি নিবাস চট্টগ্রাম জেলার পরাগলপুর গ্রামে। বাবার বিচার বিভাগীয় চাকরির সুবাদে দেশের বিভিন্ন শহরে কেটেছে বাল্য ও কৈশাের। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বই প্রেমী মায়ের কল্যাণে। ১৯৮৫ সালে রানওয়ে জিরাে-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু শওঁকত হােসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে একটি বেসরকারী ব্যাংকে কর্মরত।