ফ্ল্যাপে লেখা কিছু কথা ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি বিগত দুই দশকে প্রতিষ্ঠিত হয়েছে। কম্পিউটারের মাধ্যমে যথাযথ তথ্য সংগ্রহ, সাজানো, ব্যবহার, সরবরাহ, উদ্ধার ও পরিবেশনের সকল প্রযুক্তিগত পরিকল্পনা ও কর্মকাণ্ড এই বিষয়ের পরিধিতে আসে। এই বিষয়ের প্রযুক্তিগত সাফল্যে সিস্টেমস এনলিসিসের অবদান অনস্বীকার্য, কারণ তথ্য ব্যবস্থার সিস্টেমস বিশ্লেষণ ও পরিকল্পনার ভিত্তিতে কম্পিউটারের প্রোগ্রাম তৈরী হয়। তথ্য প্রযুক্তি যেহেতু কম্পিউটার ভিত্তির সেহেতু সিস্টেমস এনালিসিসের সাথে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইনফরমেশান টেকনোলজি ও সিস্টেমস এনালিসিসের ব্যবহারিক প্রয়োগ যে কোন প্রতিষ্ঠানে কথা সম্ভব। এই বইটিতে ব্যাংক, অফিসের কিছু এবং গ্রন্থগার ও তথ্য বিজ্ঞানের বেশী উদাহরণ দেওয়া হয়েছে। বাংলায় এই বিষয়ের উপর বই খুব একটা নাই, ফলে সাধারণ পাঠক বাংলায় এ বিষয়টি পড়ার সুযোগ পান না। তাদের এবং বিভিন্ন কোর্সের, বিশেষত বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের দাবী সামনে রেখে এই বইটা রচিত। বই এমনভাবে সাজানো হয়েছে যাতে যারা এ বিষয়ে জানতে উৎসুক এবং যারা এই বিষয়ের পরিধতে কাজ করছেন, তাদের সবাই প্রয়োজন এটা মিটাতে পারে। এই বইটি পড়ে যে কেউ কম্পিউটার ও অন্যান্য বিশেষজ্ঞদের সাথে নির্ভয়ে আলোচনায় যেতে পারবেন এবং টেকনিকেল কথাবার্তায় উদ্বগ্ন হবেন না। ইংরেজি ভাষায় যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তারা বাংলায় বিষয়টি পড়তে চাইলে এই বইটি তাদের কাজে আসবে।
সূচিপত্র * পূর্বকথা * সূচী * চিত্র ও সারণি সূচী * অধ্যায় * সূচনা * ইনফরমেশান টেকনোলজি/তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি * সংজ্ঞা; উপাদান; তথ্য-জ্ঞান-ডেটা; অডিও ও ভিডিও প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি * উদ্ভব ও বিকাশ ; এনালগ ও ডিজিটাল পদ্ধতি কম্পিউটার প্রযুক্তি ও কম্পিউটার পদ্ধতি * কম্পিউটারের উদ্ভব; প্রক্রিয়াকরণ; বিট থেকে মানুষের ভাষা; প্রোগামের ভাষা; হার্ডওয়ার ও সফটওয়ার; অপরেটিং সিস্টেম; ওয়ার্ড প্রসেসিং; ডেস্কটপ পাবলিশিং নেটওয়ার্ক * সিবিআইএসদ গ্রন্থাগারের ফাইল/রেকর্ড;নেটওয়ার্ক টপোলজি: লোকাল এরিয়া নেটওয়ার্ক; ওয়াইড এরিয়া নেটওয়ার্ক; কমন ক্যারীয়ারস; ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক; নেটওয়ার্ক প্রটোকল; ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম; নেটওয়ার্কের হার্ডওয়ার ও সফটওয়্যার ইন্টারনেট ও ই-মেইল * ইন্টারনেট : আবির্ভাব; ইনফরমেশান সুপার হাইওয়ে : গ্রন্থাগারে ইন্টারনেটের ব্যবহার; ওয়েব ; ইমেইল ও ওয়েবের ঠিকানা;ইউআরএল; ডোমাইন নেম সিস্টেম; ইমেইলের ব্যবহার প্রণালী: সুবিধা ;ইন্টারনেটে প্রবেশের উপাদান, ইউজনেট গ্রুপ;ইন্ট্রানেট * ডেটা সংগঠনের সরলীকরণ চিত্র * গ্রন্থাগারে ডেটাবেজ মডেল * ফাইল, রেকর্ড ও ফিল্ড * ডায়ালোগ ডিজাইন- সার্চ ১ * ডায়ালোগ ডিজাইন- সার্চ ২ * ডায়ালোগ ডিজাইন- সার্চ ৩ * তথ্য ব্যবহারে ডিবিএমএস না থাকা ও থাকার প্রভাব * বই পছন্দ , অর্ডার ও প্রাপ্তির কর্মপ্রবাহ * নতুন বইয়ের তালিকা চেক করা * ISBN সার্চ মডিউল * কম্পিউটারের উত্তর * হার্ডকপি অর্ডার * ক্যাটালগিং এর প্রয়োজনমত সফটওয়্যার নির্ণয় * সার্ভার ও টার্মিনালস
১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় ইসলামাবাদে কর্মরত ড. ফজলুল আলম পালিয়ে সপরিবারে ইংল্যান্ডে চলে যান। ১৯৯৬ সনে সুদীর্ঘ পঁচিশ বছর পরে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে লাইব্রেরি অটোমেশান প্রজেক্ট (উটখঅচ) চালু করেন ও ইউএনডিপি অনুদানের প্রস্তাবিত সকল শর্ত সফলভাবে সময়মত কার্যকর করেন। প্রথম কয়েক বছর বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখলেও ২০০২ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর পেয়ে সৃজনশীল ও মননশীল সাহিত্যে মনোনিবেশ করেন। ২০০৪ সনে প্রকাশিত উপন্যাস ক্রান্তিকালে প্রতারক লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ডিগ্রি কোর্সে মনোনীত হয়। ইংল্যান্ডে তার দুটি প্রবন্ধ/গবেষণা বই প্রকাশিত হয়। সেখানে থাকা কালে তিনি নিজ খরচে লাইব্রেরিয়ানশীপে চার্টার্ড, এথনিক রিলেশান্সে মাস্টার্স ও কালচারাল স্টাডিজে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সনে সংস্কৃতির সত্যমিথ্যা প্রকাশ করে তিনি নিজেকে একজন সংস্কৃতি অধ্যয়ন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তারপর তিনি প্রতি বছর সংস্কৃতি বিষয়ে একটা করে সুচিন্তিত ও তথ্যমূলক বই প্রকাশ করেন। ২০১০ সনে প্রকাশিত সংস্কৃতি সমগ্র সুধী মহলে ও বিদ্বদ্গোষ্ঠীতে বহুল সমাদৃত। তিনি সম্পূর্ণ নতুন বিষয় ‘সংস্কৃতিতত্ত্ব বিরোধিতা’র ওপরও লিখেছেন। তার পাঁচটি ছোটগল্প নাটক ও টেলিফিল্ম হিসেবে টেলিভিশনে প্রদর্শিত হয়েছে। তাঁর একটা উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মানাধীন। তিনি স্যাটেলাইট চ্যানেলে সর্বপ্রথম বিষয়ভিত্তিক টক-শো ‘কড়া আলাপে’র পরিকল্পক ও উপস্থাপক। তিনি দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন, সিটি ব্যাংকÑআনন্দআলো সাহিত্য পুরস্কার (২০০৮) ও বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৪)।