Summary Of The Book The Fifth Mountain is set in the year 870 BC. Israel is being ruled by Phoenicians and Queen Jezebel wants to ensure that the people follow her own faith, one she brought from her native land. So, she orders the death of all those who do not bow down to her God, Baal.
One of these rebels is the Prophet Elijah. The Queen orders his death for refusing to obey her. Elijah flees to the lovely Phoenician city of Zarephath, which is also known by the Phoenician name of Akbar. This place was actually considered to be the abode of the God, though Elijah refused to acknowledge it.
There he meets a woman who is a worshipper of Baal. Though their religious views differ and she is older than him, Elijah and the woman are attracted to each other. But they don't discuss their feelings openly. Meanwhile, Elijah, who has been sent to this place by an angel, wants to rid Israel of the tyranny of Queen Jezebel.
But due to a surprising turn of events, the people of Akbar accept him as a sage. They consider him one of their own and come to him for advice and to settle disputes. As Elijah begins to bond with these people, he suffers from conflicting ambitions. He cannot decide whether to remain in Akbar, his adopted city, or to return to Israel. Subsequently, the destructive Assyrian invasion on Akbar worsens Elijah’s dilemma.
In The Fifth Mountain, through the context of a religious tale, the author conveys the importance of finding one's own destiny, even if it seems like it will involve rebelling against God's will. He insists that in doing so, one will find oneself getting closer to God.
About Paulo Coelho Paulo Coelho is a Brazilian author. Other books by Coelho include The Alchemist, Eleven Minutes, Brida, and Manuscript Found in Accra. His books explore human values, ambition, and spirituality. Coelho was born in 1947 in Rio de Janeiro, Brazil. He enrolled in law school to satisfy his parents’ dreams, but later he dropped out and traveled through Europe, Africa, and Mexico, living the life of a hippie. On his return to Brazil, he became a successful songwriter. He then undertook the Road of Santiago de Compostela pilgrimage. This experience changed his life and he gave up his career in the music industry to fulfil his childhood dream of becoming a writer. The Alchemist is the novel that won him worldwide fame. He is now considered one of the most popular and respected writers in the world.
ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহো ডি’সুজা ১৯৪৭ সালের ২৪ আগস্ট দেশটির রাজধানী রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন। একই শহরে তার শিক্ষাজীবনের শুরু এবং বেড়ে ওঠা। আইন বিষয়ে কিছুদিন পড়াশোনার পর ভ্রমণের নেশায় তা আর শেষ করতে পারেননি। ঐ সময়টা ভবঘুরের ন্যায় ঘুরে বেড়িয়েছেন মেক্সিকো, উত্তর আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, চিলিসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে। এর পরপরই ছোটবেলার স্বপ্ন বই লেখাকে বাস্তবে রূপ দেন। ১৯৮২ সালে ‘হেল আর্কাইভস’ নামক বই দ্বারা সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। তবে এই প্রবেশ আকর্ষণীয় ছিলো না। এমনকি দ্বিতীয় প্রকাশিত বই ‘প্রাক্টিক্যাল ম্যানুয়েল অব ভ্যাম্পায়ারিজম’ তার নিজেরই অপছন্দের তালিকায় ছিলো। ১৯৮৭ সালে ‘পিলগ্রিমেজ’ এর পর ১৯৮৮ সালে প্রকাশ পায় তার আরেক বই ‘দ্য আলকেমিস্ট’। পাওলো কোয়েলহো এর বই হিসেবে ‘দ্য আলকেমিস্ট’ বইটিই মূলত কোয়েলহোর লেখক-জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তবে ‘৮৭ সালে বইটি প্রকাশিত হয়েছিলো ব্রাজিলের একটি ছোট প্রকাশনা সংস্থা থেকে, যারা ন’শোর বেশি কপি ছাপাতে নারাজ ছিলো। ১৯৯৩ সালে একই বই আমেরিকার বিখ্যাত প্রকাশনী হারপার কলিন্স থেকে প্রকাশিত হলে পাঠক মহলে হুলুস্থুল পড়ে যায়। বইটি এখন পর্যন্ত মোট ৮০টি ভাষায় অনূদিত হয়েছে, যা পাওলো কোয়েলহো এর বই সমূহ এর মাঝে অনন্য। কোয়েলহোর কাহিনীগুলোর বিশেষত্ব হলো তার কল্পনাশক্তির জাদুকরী মোহ। কোনো সরল গল্প দ্বারা তিনি গভীর জীবন দর্শনবোধ পাঠকদের মাঝে সঞ্চালন করতে চান, এবং সফলতার সাথে করেও এসেছেন। পাওলো কোয়েলহো এর বই সমগ্র-তে স্থান পাওয়া উপন্যাসগুলোর মাঝে ‘দ্য আলকেমিস্ট’, ‘ব্রিদা’, ‘দ্য ডেভিল এন্ড মিস প্রাইম’, ‘দ্য জহির’, ‘দ্য ভ্যালকাইরিস’ উল্লেখযোগ্য। এছাড়াও ‘দ্য মাডি রোড’, ‘দ্য রং গিফট’, ‘দ্য জায়ান্ট ট্রি’, ‘দ্য ফিশ হু সেভড মাই লাইফ’, ‘আই উড র্যাদার বি ইন হেল’, ‘রিবিল্ডিং দ্য ওয়ার্ল্ড’ এর মতো ছোটগল্পগুলোতেও দর্শনের প্রমাণ মেলে, যা পাঠকদের গভীরভাবে ভাবতে শেখায়। পাওলো কোয়েলহোর আরেক পরিচয় তিনি গীতিকার। বেশ কিছু জনপ্রিয় ব্রাজিলীয় গানের জনক তিনি।