ফ্ল্যাপে লিখা কথা কথায় আছে প্রেমিকাদের যখন বিচ্ছেদ হয়, তখন আকাশ ভেঙ্গে পড়ে! আর পশ্চিমা দেশে এই প্রবাদটিতে আকাশের বদলে তারা বরে বিমান ভেঙ্গে পড়ে। অ্যা কেস অব এক্সপ্লোডিং ম্যাংগোস বিমান ভেঙ্গে পড়ার একটি গল্প। কেন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হককে বহনকারী নির্ভরযোগ্য নিরাপদ বিমান হারকিউলিস সি-১৩০ বিমানটি ১৯৮৮ সালের ১৭ আগস্ট মাটিতে আছড়ে পড়লো? এটা কি এই কারণে: ১. যান্ত্রিক গোলযোগ ২. মানুষের ভুল ৩. সিআইএ ধৈর্য্য হারিয়ে ফেলেছিলো ৪. এক অন্ধ নারীর অভিশাপ ৫. অসুখি জেনারেলরা যারা তাদের পেনশন পরিকল্পনায় অসন্তুষ্ট ছিল ৬. আমের মৌসুম বা এই বইয়ের বর্ণনা দিয়েছেন যে সেই আলী শিঘরি? এখানে হলো সত্য কিছু বিষয়: একজন সামরিক স্বৈরাচার প্রতিদিন ভোরে মনেযোগ দিয়ে কোরাণ তেলাওয়াত করে। আন্ডার অফিসার আলী শিঘরি তার তরবারির আগায় একটি মারাত্নক সংবাদ বহন করে। তার বন্ধু ওবায়েদ তার জীবনের অনেক প্রশ্নের উত্তর দেয় তীব্র সেন্ট মাখা শরীরের গন্ধ ছড়াতে ছড়াতে এবং প্রখ্যাত কবি রিলকের লেখা থেকে। তরুন শিঘরি মসজিদ থেকে মিলিটারি ব্যারাকে ফিরতে ফিরতে এ কথাটাই ভাবছিলো; যাদের সে এখনো ভালোবাসে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার অর্থ কী? আল্লাহর কতটি নাম আছে? কে তার পিতা কর্ণেল শিঘরিকে হত্যা করেছে? ওবায়েদ কোথায় পালিয়ে যাবে? লেখক মোহাম্মদ হানিফের এই উপন্যাস নিয়ে যাবে পাঠককে এই উপমহাদেশেরএক সন্দেহজনক ও অমীমাংসিত ঘটনায় যা তিনি বর্ণনা করেছেন হাস্যরস , কৌতুক ও তীর্যক ও সরস ভঙ্গিমায়।
Title
অ্যা কেইস অব এক্সপ্লোডিং ম্যাঙ্গোস : আলি শিঘরির জবানবন্দি