ফ্ল্যাপে লিখা কথা কবিতা মানুষকে জীবন দিতে শিখায়, আনন্দ দিতে শিখায়, মনকে রাখে প্রফুল্ল, আর স্বপ্ন দেখায় সুন্দর ভবিষ্যতের। সভ্যতার ক্রমবিকাশে কবিতার অবদান অনস্বীকার্য কবি মো. শাহাবুদ্দিন মিয়া চাকরির সাথে সাথে একজন গবেষক ও সমাজ সংগঠক। চাকরিজীবনে তিনি সমাজকর্মে জড়িত এবং রাজনৈতিক চলমান ধারার নিরব দর্শক। তাঁর গ্রাম জীবনের ও শহর জীবনের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে লেখা ‘স্বাধীনতার জবানবন্দি’ কাব্যগ্রন্থটি গ্রাম বাংলার চলমান জীবনের সাথে তাল রেখে প্রকাশ পেয়েছে বলে আমার ধারণা। তাঁর ‘স্বাধীনতার জবানবন্দি’ যদি সমাজে এবং আমজনতার মধ্যে একটুও সাড়া জাগাতে পারে তবেই এ কাব্যগ্রন্থটির প্রকাশ ও পরিশ্রম সফল হবে বলেও আমি মনে করি। আর এ বিবেচনায় কাব্যগ্রন্থের কবিতাগুলো সহজ ও সাবলীল ভাষায় রচিত। তাঁর কালজয়ী কবিতাটির নামে কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে। পাঠকসমাজে এর প্রিয়তা বাড়বে এবং বইটি পাঠে আগ্রহী হবে বলে আমার প্রত্যাশা।