ফ্ল্যাপে লিখা কথা নিসর্গপ্রেমিক রবীন্দ্রনাথ বাংলার নদী, সবুজ-শ্যামল-নির্জন প্রকৃতির কাছে জেনেছেন পৃথিবী কত সুন্দর। শিলাইদহে ভরা নদীর ধারে বর্ষার জলে শরতের সোনালি আভা দেখে তাঁর মনে হয়েছে, নব যৌবনা ধরণীসুন্দরীর সঙ্গে কোনো এক জ্যোতির্ময় দেবতার ভালোবাসা চলছে। শরতের সুন্দর সকাল রোমান্টিক কবির চোখে সুধাবর্ষণ করেছে। আবার সন্ধ্যা পেরোলেই আধখানা চাঁদের সাথে ফুলের মতো ফুটে থাকা দূরের তারাদের সুবাস নিয়ে কবি একাকী নীরবে নদীর চরে ঘুরে বেড়িয়েছেন। চারদিকের নিজঝুম রোদে তাঁর মনটা উড়ু উড়ু করেছে। আকাশ তাঁর মাথার ওপরে সান্তু্বনার বৃষ্টি বর্ষণ করেছে। বাতাস, আলোক প্রতিক্ষণ তাঁর মন ছেয়ে যেন নতুন পাতা গজিয়ে উঠেছে। তিনি নতুন প্রাণ ও বলে পরিপূর্ণ হয়ে উঠেছেন। কখনোবা অনেকদিন রোগভোগের পর প্রকৃতি থেকে অল্প অল্প বাতাস নিয়ে তাঁর দেহ ও মন স্নিগ্ধ হয়ে উঠেছে। জীবনের অপূর্ণতা তিনি প্রকৃতির মাঝ থেকে পূরণ করতে চেয়েছেন। এখানকার জনজীবন-বিশেষ করে নদীতে ছেলেদের মাছ ধরা আর স্নানরত মেয়েদের আনন্দোচ্ছাস তাঁকে অনুপ্রাণিত করেছে গল্প-কবিতা রচনায়। গরীব প্রজাদের দুর্গতি তাঁকে স্বদেশ ও সমাজ ম্পর্কে ভাবনায় ফেলেছে। স্বচক্ষে দেখা এদেশের তুলনাহীন প্রকৃতি তাঁকে বারবার প্রেরণা দিয়েছে সংগীত রচনায়। বাংলাদেশই তাঁর চিন্তার নতুন দিগন্তকে প্রসারিত করেছে। রবীন্দ্রনাথ বাংলাদেশের কাছে যে অনেক ঋণী-একথা ছড়িয়ে আছে তাঁর ছিন্নপত্র সহ নানা লেখায়। লেখক জহিরুল হক রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করেছেন এ বইয়ে। বইটি পড়ে পাঠকেরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক অজানা কথা জানতে পারবেন।
জহিরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম. এ. পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। তাঁর জন্ম বরগুনা জেলায়। বাবা: মাে: আবু ছালেহ। পেশায় ছিলেন শিক্ষক, সমাজ-সংস্কারক ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা । মা: মােসাম্মৎ হামিদা বেগম, গৃহিনী ও শিক্ষানুরাগী । শ্রী: সাবিকুন নাহার কলি । তিনি এক পুত্র সন্তানের জনক। লেখাপড়া: কে চালিতাতলা প্রাথমিক বিদ্যালয়, চালিতলা কে বি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাহিত্যের সব দিকেই তাঁর সাবলীল বিচরণ। বিভিন্ন কাগজে তিনি নিয়মিত লিখছেন। পেশা: শিক্ষকতা ও লেখা । প্রকাশিত গ্রন্থ: ছােটোগল্প: ২০০৬ কাপাকাপা সুখের খোজে; ২০০৭ দিকশুন্য বেরসিকের আর্তনাদ। প্রবন্ধ: ২০০৭ প্রথাবিরােধী বর্ণমালা; ২০১২ রবীন্দ্রহৃদয়ে বাংলাদেশ; ২০১৫ বিদ্রোহী ও নিষিদ্ধ নজরুল। কবিতা: ২০০৭ পায়রার জলে স্বপ্নের বাসর; ২০১১ আপন মনে শূন্যে উড়ি; ২০১২ গােলাপ আনিনি স্টেন নিয়ে এসেছি। উপন্যাস: ২০০৮ দানবের সঙ্গে দিনরাত; ২০১১ রােমান্টিক কুকুর । ২০০৮ পায়রা শিল্প সাহিত্য সংস্কৃতি-বিষয়ক পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। তাছাড়া, তিনি একজন অপেশাদার চিত্রশিল্পী । সাহিত্যচর্চার পাশাপাশি চিত্রকলা চর্চায়ও দীর্ঘদিন তিনি তাঁর আগ্রহ ও সাধনা অব্যাহত রেখেছেন।