ফ্ল্যাপে লিখা কথা মুক্তিযুদ্ধ চলাকালে এক যুবক তার হাতের স্টেনগান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সামনে রেখে বলে, আপনাকে হত্যার কথা উল্লেখ করার সাথে সাথে আমি স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে আপনার কাছে আসি, যাতে আপনার জীবন রক্ষা করা যায়। যুবকটি আরো বলে, এ গর্হিত কাজের জন্য যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে গ্রহণ করবো। তাজউদ্দিন সামান্য জিজ্ঞাসাবাদের পর যুবকটিকে যেতে বলেন।
তাজউদ্দিন আহমদকে শুধু হত্যার চেষ্টািই করেনি তাঁর বিরোধীরা, তারা তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে আপসারণ করা এবং তাঁর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনার চেষ্টাও করে। তাঁর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা। কিন্তু সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে তিনি মুক্তিযুদ্ধকে সফল পরিণতির দিকে এগিয়ে নেন এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
১০৭১ সালে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হলেও স্বাধীনতার পর অনেকটাই সফলতা অর্জন করে। তাদের সফলতার ফসলই মন্ত্রীপরিষদ থেকে তাজউদ্দিনের অপসারণ। উক্ত ষড়যন্ত্রকারীরাই ঘটায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এবং ৩ রা নভেম্বর হত্যাকান্ড। ওই ষড়যন্ত্রকারীদের দেশবিরোধী সকল তৎপরাতা এবং তাজউদ্দিন আহমদের জীবন ও কর্মকান্ড তুলে ধরা হয়েছে এ গ্রন্থে।
সূচিপত্র * তাজউদ্দিন আহমেদের জন্ম ও শিক্ষা * রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামে তাজউদ্দিন আহমদ * ৭১-এর অসহযোগ আন্দোলন ও তাজউদ্দিন আহমদ * মুক্তিযুদ্ধ ও তাজউদ্দিন আহমদ * ‘৭১-এর তাজউদ্দিন আহমদের ঘরসংসার * মুজিবনগরে তাজউদ্দিন বিরোধী ষড়যন্ত্র * হানাদার মুক্ত ঢাকায় তাজউদ্দিন আহমদ * দেশ-বিদেশি ষড়যন্ত্র, তাজউদ্দিনের পদত্যাগ * তাজউদ্দিন আহমদের শেষ বিদায় * গ্রন্থপঞ্জি
Title
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে : তাজউদ্দিন আহমদ
তপন কুমার দে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হিংগানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পঞ্চানন্দ দে এবং মাতার নাম ঊষা রাণী দে। তিনি স্কুল জীবনেই ছাত্ররাজনীতির সাথে যুক্ত হন। রাজনৈতিক কারণে ১৯৭৭ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার হন এবং প্রায় দুই বছর বন্দি থাকার পর ১৯৭৮ সালের নভেম্বর মাসে মুক্তি লাভ করেন। কারাজীবনের পর তিনি পুনরায় লেখাপড়া শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর লেখালেখিতে মনােযােগ দেন। তার প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থ : ১. মুক্তিযুদ্ধে টাঙ্গাইল, ২. মুক্তিযুদ্ধে নারীসমাজ, ৩. মুক্তিযুদ্ধে ৪নং সেক্টর ও মে.জে.সি. আর দত্ত বীর উত্তম, ৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ধিরা গান্ধীর ভূমিকা, ৫. রক্তাক্ত পনেরই আগস্ট ১৯৭৫, ৬. আন্তর্জাতিক দৃষ্টিতে পাকিস্তানিদের গণহত্যা ও নারী ধর্ষণ, ৭. একাত্তরের বীর বাঙালি, ৮. গণহত্যা একাত্তর, ৯. নারীমুক্তি আন্দোলনের খণ্ডচিত্র, ১০. একাত্তরের গণহত্যা রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, ১১. বাঙালি বাংলাদেশ ও বঙ্গবন্ধু, ১২. জাতির পিতা ও স্বাধীনতার ঘােষণা, ১৩. ব্রিটিশ বিরােধী আন্দোলনে মাস্টার দা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতা, ১৪. ব্রিটিশ বিরােধী বিপ্লবীদের জীবনকথা, ১৫. বাংলাদেশের মঠমন্দির, ১৬. স্মরণীয় বরণীয় যারা, ১৭. বাংলাদেশের বিজ্ঞানীদের কথা, ১৮. গণমানুষের মুক্তির আন্দোলন, ১৯. আদিবাসী মুক্তিযােদ্ধা, ২০. বাংলাদেশের কয়েকটি জনগােষ্ঠী, ২১. ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ, ২২. স্বাধীনতার ঘােষণা ও বঙ্গবন্ধু, ২৩. স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমদ, ২৪. ১৯৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযােদ্ধা, ২৫. জিন্নার ষড়যন্ত্রের পাকিস্তান ও একাত্তরের মুক্তিযুদ্ধ, ২৬. সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আক্রান্ত ভগবান বুদ্ধ, ২৭. মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের আদিবাসী ।