এক কুড়ির চেয়ে একটি কম, অর্থাৎ ঊনিশটি গল্প স্থান পেয়েছে এই সংকলনটিতে। যাঁরা হরর কাহিনি পড়তে ভালবাসেন তাঁরা বইটি লুফে নেবেন-একথা জোর দিয়ে বলতে পারি। পাঠক, আর দেরি না করে চলুন সংকলনটির শিরোনাম গল্প পিশাচ চক্র’র খানিকটা অংশ জেনে নেই। তখন ছিল মাঘ মাস। খোলা রাস্তায় কুয়াশার মধ্যে হাঁটতে গিয়ে টের পেলাম, ‘মাঘের শীতে বাঘে কাঁপে’ কথাটা কতটুকু সত্যি। গ্রামের সীমানায় পৌঁছাতে রাত তিনটা বেজে গেল। কী মনে করে যেন ঘড়িটা দেখেছিলাম, তাই ঠিক সময়টা বলতে পারছি। তা হাঁটতে হয়েছিল মাইল পাঁচেকের মত। গ্রামে ঢোকার পথ দুটো। একটা সোজা, সড়ক ধরে। অন্যটা সোজা, সড়ক ধরে। অন্যটা আড়াআড়ি-শ্নাশানের ধার ঘেঁষে। সড়ক ধরে গেলে বেশ দেরি হবে। অতটা পথ হেঁটে ক্লান্ত লাগছিল, আর শীতে তো কাঁপছিলই। তাড়াতাড়ি হবে ভেবে সড়ক ছেড়ে আড়াআড়ি পথটাই ধরলাম। আর সব শ্মাশানের মত আমাদের গ্রামের শ্মাশানটারও নানা রচনা ছিল। যা হোক, হাঁটছি যতটা জোরে হাঁটা সম্ভব। শ্মাশানটার কাছাকাছি আসার পর থমকে দাঁড়ালাম। দেখি কী, পথের ধারের বড় তেঁতুল গাছটার তলে কী একটা ঠেস দেওয়া। কিছু মানুষের মত মনে হচ্ছিল। তেঁতুল তলাটা ছায়া-ছায়া হওয়াতে ঠিক কী ওটা ঠাহর করতে পারছিলাম না। অন্য সময় যতবারই শ্মশানে এসেছি, দলবেঁধে এসেছি। আজ তো একা, কিন্তু তাই বলে এমন ভয়ও পাইনি যে নড়ার শক্তি নেই। মনে মনে ভগবানকে স্বরণ করে পা বাড়ালাম.... বইটির বাকি দেড় ডজন গল্প একেকটি একেক স্বাদের। একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠার উপায় নেই। ‘পিশাচ-চক্র’ শীঘ্রি পাঠকপ্রিয়তা অর্জন করবে।
পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। অনীশ দাস অপু এর বই সমগ্র বাংলাদেশের থ্রিলার ও হরর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে পাশ্চাত্য ধারার হরর গল্প ও উপন্যাস লেখার ক্ষেত্রে তিনি যোগ করেছেন এক নতুন মাত্রা, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। নিজের মূল পেশা হিসেবে লেখালেখি বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন এই কৃতি অনুবাদক ও লেখক।