"এরশাদের পতন ও সাহাবুদ্দীনের অস্থায়ী শাসন" বইটি সম্পর্কে কিছু কথা: নব্বইয়ের গণঅভ্যুত্থান। জেনারেল এরশাদের পতন। শেষ মুহূর্তে গদিরক্ষায় তার মরিয়া হয়ে ওঠা। নতুন করে। সামরিক আইন জারির পায়তারা। সেনাবাহিনীর অসম্মতি। স্বৈরশাসন থেকে গণতন্ত্রে উত্তরণ।। 'সবকিছু খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন । মেজর জেনারেল মনজুর রশীদ খান (অব.) ক্ষমতার পালাবদলের সেই যুগসন্ধিক্ষণে তিনি ছিলেন ' জেনারেল এরশাদ ও অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি। ' সাহাবুদ্দীন আহমদের সামরিক সচিব। নব্বইয়ের সেই ঝঞ্জা বিক্ষুব্ধ রাজনৈতিক ইতিহাস বিকৃত হয়েছে। ' জেনারেল মনজুরের সরল ও প্রাণবন্ত বর্ণনায় ।। একই সঙ্গে সে সময়ের রাজনীতি, প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়া: ' সম্পর্কে তার সুচিন্তিত মতামত প্রতিফলিত হয়েছে। প্রতিদিনের ঘটনাবলীর অনুপংখ বিবরণ যেমন এতে আছে। তেমনি আছে রাষ্ট্রক্ষমতায় আসীন সর্বোচ্চ ব্যক্তি ও তার সহচরদের। চরিত্রের নিপুণ বিশ্লেষণ । সব কিছু মিলিয়ে এরশাদের পতন ও সাহাবুদ্দীনের অস্থায়ী শাসন’ হয়ে উঠেছে এক জীবন্ত । রাজনৈতিক দলিল। জেনারেল মনজুর রশীদ খানের শ্বাসরুদ্ধকর এই রাজনৈতিক বিশ্লেষণের অংশ বিশেষ ভােরের কাগজ ও ডেইলী স্টার-এ প্রকাশ পেলে ব্যাপক সাড়া পড়ে। সেই প্রকাশিত অংশসহ পুরাে রাজনৈতিক উপাখ্যানটি।
মেজর জেনারেল মনজুর রশীদ খান (অবসর প্রাপ্ত) ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভের পর ১৯৬১ সালে সামরিক একাডেমীতে যােগ দেন। এবং ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারী কোরে নিয়মিত কমিশন লাভ করেন। তিনি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে অংশ গ্রহণসহ তৎকালীন পশ্চিম | পাকিস্তানের বিভিন্ন সেনানিবাসে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসময় পর্যন্ত । কর্মরত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর পরপর তিনি সপরিবারে পাকিস্তান সেনাবাহিনীর হাতে অন্তরীণ হন এবং ১৯৭৩ সালের সেপ্টেম্বরে দেশে প্রত্যাবর্তনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যােগ দেন। প্রথমে বাংলাদেশ রাইফেলস্ ও পরে সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্ব পালন করেন। যার মধ্যে উলেখযােগ্য হলাে আর্টিলারী ব্রিগেড, রাংগামাটি ইনফেনট্রি ব্রিগেড কমান্ডার ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার প্রধান। ১৯৮৮ সালের ডিসেম্বর মাসে তিনি প্রেসিডেন্টের সামরিক সচিব নিয়ােজিত হয়ে প্রথমে জেনারেল এরশাদ ও পরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অধীনে দায়িত্ব পালন করেন। ১৯৯৪। সালের জুলাই মাসে তিনি সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একটি শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।