ফ্ল্যাপে লিখা কথা দর্শনের অন্যান্য শাখার মতো নীতিবিদ্যার ক্ষেত্রেও প্রশ্ন না বুঝে উত্তর দিতে গিয়ে অধিকাংশ সমস্যার জন্ম হয়েছে। একই কারণে নীতিদার্শনিকদের মধ্যে মতোভিন্নতারও সৃষ্টি হয়েছে। নীতিবিদ্যার এ সমস্যা সমাধানের জন্য জর্জ এডওয়ার্ড ম্যুওর আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার (Normative Ethics) চেয়ে পরানীতিবিদ্যার (Meta-ethics) ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তার Principia Ehica বিশ্লেষণী দৃষ্টিকোণ থেকে পরানীতিবিদ্যাগত আলোচনা । নৈতিক ধারণাবলির অর্থ বিশ্লেষণ এ গ্রন্থের বিষয়বস্তু। আর Principia Ehica গ্রন্থের কেন্দ্রীয় আলোচ্য বিষয়সমূহের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণই ম্যুওরের নীতিতত্ত্ব নামক বর্তমান গ্রন্থের মূল উদ্দেশ্য। ভালোত্ব (Goodness) ম্যুওরের নীতিতত্ত্বের কেন্দ্রীয় ধারণা। ভালোত্ব একটি অপ্রাকৃতিক গুন। কিন্তু ‘অপ্রাকৃতিক’ শব্দটির অর্থ কী? ‘প্রাকৃতিক’ ‘অতীন্দ্রিয়’ ইত্যাদি গুনের সঙ্গে এর সম্পর্ক কী? ভালোত্ব কী অন্তর্নিহিত?এবং , সবচেয়ে বড় কথা ,ম্যুওর কি তার নিজের আবিষ্কৃত প্রাকৃতিকীয় অনুপপত্তির দ্বারা নিজেই আক্রান্ত হয়েছেন? -এসব প্রশ্নের উত্তরই এ গ্রন্থের আলোচ্য হয়েছে। এই আলোচনাও বিশ্লেষণমূলক। তাই এ গ্রন্থ ম্যুওরের নীতিতত্ত্বের পরাবিশ্লেষণমূলক গ্রন্থ। পাঠকবৃন্দ এ গ্রন্থে যেমন ম্যুওরের নীতিতত্ত্বের কেন্দ্রীয় ধারণাবলির পরানীতিবদ্যাগত আলোচনার সঙ্গে পরিচিত হবেন তেমনি বিশ শতকের বিশ্লেষণী নীতিবিদ্যার স্বাদও উপভোগ করবেন।
সূচিপত্র * মুখবন্ধ * ভূমিকা * প্রথম অধ্যায়: অপ্রাকৃতিক গুনাবলি বিষয়ক মতবাদ ১. নীতিবিদ্যার প্রতি ম্যুওরের দৃষ্টিভঙ্গি ২. অপ্রাকৃতিক গুনাবলি ৩. অতীন্দিয় গুনাবলি ৪. প্রাকৃতিকীয় অনুপপত্তি * দ্বিতীয় অধ্যায়: প্রাকৃতিক ,অপ্রাকৃতিক এবং অতীন্দিয় গুনাবলি ১. গুনাবলির ত্রিভাজন ২. অস্তিত্ব সম্পর্কে ম্যুওরের মত ৩. আধিবিদ্যক নীতিবিদ্যা ৪. একটি সাধারণ ভ্রান্ত ধারণা * তৃতীয় অধ্যায়:অনুগামী গুন হিসেবে ভালোত্ব ১. ভালোত্ব: একটি অনুগামী গুন ২. রস-এর মত ৩. অন্তর্নিহিত মূল্য হিসেবে ভালোত্ব ৪. অন্তর্নিহিত গুনাবলি এবং অন্তর্নিহিত মূল্য ৫. অপ্রাকৃতিক গুন ও উদ্ভূত গুন কি ভিন্ন? ৬. অন্তর্নিহিত মূল্য: ভালোত্ব ও সৌন্দর্য * চতুর্থ অধ্যায়: মূল্য-সৃজক গুনাবলির সঙ্গে মূল্যের সম্বন্ধ ১. এই সম্বন্ধ যা নয় ২. এই সম্বন্ধের স্বরুপ কী? ৩. এটি কি একটি যৌক্তিক অনিবার্যতা? * পঞ্চম অধ্যায়: অপ্রাকৃতিক গুন হিসেবে ভালোত্ব ১. ম্যুওরের সত্তাতত্ত্ব ২. অপ্রাকৃতিক গুনাবলি ৩. প্রত্যয়গত সত্তাসমূহ ৪. ভালোত্ব প্রকৃতি ৫. ম্যুওর কেন ‘অপ্রাকৃতিক’ পদটির উদ্ভাবন করেছেন ? ৬. অসাম্বন্ধিক সার্বিক হিসেবে ‘ভালোত্ব’ এবং প্রাকৃতিকীয় অনুপপত্তি * গ্রন্থপঞ্জি * পরিভাষা * নাম-নির্ঘিন্ট