ফ্ল্যাপে লিখা কথা ডাক্তার সাহেব, কীভাবে আমার স্কিনকে সুন্দর ও মসৃণ রাখব? কাইন্ডলি উপায় বলে দিন। স্যার, একটু রোদে বেরোলেই ত্বক চুলকায়, শুল্ক হয়ে যায়। এর কারণ কী? দাম্পত্য জীবনে আমি শক্তি পাই না। একটুতেই ক্লান্ত হয়ে পরি। প্লিজ, ভালো একটি পরামর্শ দিন-এরকম হাজারো প্রশ্ন আমাদের রোগীদের। বেশিরভাগ ক্ষেত্রেই এর সমাধাণ খুব সাধারণ, কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। এই সাধারণ তথ্যগুলোকে বিজ্ঞানসম্মত ও সঠিকভাবে তুলে ধরার উদ্দেশ্যই এই বই। ত্বক আমাদের শরীরের শুধুমাত্র সৌন্দর্যের অঙ্গই নয়, এটি দীর্ঘতম অঙ্গও বটে। দেহের ব্যারিয়ার হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ত্বক। তাই ত্বকের সঠিক পরিচর্যার ব্যাপারে আমাদের সচেতন হতেই হবে। যদিও ইতিমধ্যে এই সচেতনতা ও সৌন্দর্যচর্চায় আমরা অনেকখানি এগিয়ে গেছি, আরও এগিয়ে যেতে সাহায্য করতে পারে এই বইটি। মানুষের জীবনের একটি মৌলিক চাহিদা হল সঠিক যৌনবিজ্ঞান। এ ব্যা্পারে আমাদের সমাজে রয়েছে অনেক দ্বিধা-দ্বন্দ্ব, সংশয় এবং লজ্জা। কেউ যেন এ ব্যাপারে কথা বলকেত চান না, প্রশ্ন করতে ভয় পান-যেন অবাস্তব, অপ্রয়োজনীয় ব্যাপার এটি। জীবনকে স্বার্থক ও কর্মক্ষম করে তুলতে যৌনবিজ্ঞান সম্পর্কে অন্তত প্রাথমিক ধারণা থাকা চাই-ই চাই। বইটি আপনাদের এ সম্পর্কেও প্রয়োনীয় পরামর্শ দেবে।
সূচিপত্র ত্বক পরিচত্রা ত্বক : সৌন্দর্য ও সুস্বাস্থ্যে ত্বক যেভাবে তৈরী ত্বক শরীরের প্রহরী : ত্বকের কাজ ত্বকের যত্ন : পুরাকাল থেকে আধুনিককাল প্রসাধন কী সৌন্দর্যচেতনা : ক্লিনলিনেস ইজ গডলিনেস ক্লিনসিং ক্রিম : ত্বক কি ক্লিন করে? তেল মাখব কি মাখব না সূর্যের আলো : ত্বকের সর্বনাশ মোক-আপ : মেক ডাউন নয় শুল্ক ত্বক থেকে মুক্তি বলিরেখা সৌন্দর্যের সিংহভাগ চুল শ্যাম্পু ও কন্ডিশনার চুলের রঙ বিভিন্ন কেন চুলের করণ চুল কোঁকড়ানো বা সোজা করা অবাঞ্ছিত রোস ও দাঁড়ি কামানো নখের পরিচর্যা ত্বক ও চুলের পুষ্টি প্রসাধন ব্যবহারে সতর্কতা কসমেটিক সার্জারি ত্বকভাবনা : কয়েকটি বিশ্বাস ও বাস্তব ফর্সা ত্বক : কীভাবে যৌন বিজ্ঞান জীবন ও যৌন জিজ্ঞাসা নারী জীবনের আদ্যোপান্ত জননঅঙ্গ : নারীদেহ পুরুষের স্তন অন্তকোষের বৃদ্ধি স্বপ্নদোষ ভাবনা নয় পুরুষের যৌনশক্তি : কীভাবে বাড়াবেন নারীদেহে অস্বাভাবিক লোম স্তনসৌন্দর্যে পিরিয়ড : যেভাবে সামলে নিবেন নারী-যোনিপথে শ্বেতস্রাব পুরুষত্বহীনতা ও পুরুষত্বের ব্যাঘাত লিঙ্গনিত রোগ : প্রিয়াপ্রিজম সমকামিতা
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরগুনা জেলার হােগলপাতি গ্রামে আমার জন্ম। আগের দিনে জন্ম তারিখ লেখার রেওয়াজ ছিল না। তাই আমারও লেখা হয়নি। ধারণা করা হয় ১৯৫৪ সালের কোন এক সময় আমার জন্ম। আমার দাদার করা একটি হাইস্কুলে আমার বাল্যকালের লেখাপড়া শুরু। ক্লাস নাইন এ গিয়ে ভর্তি হই পটুয়াখালী জুবিলি সরকারি স্কুলে। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজে গিয়ে ভর্তি হই। সেখানেই দ্বাদশ শেষ করি। তারপর ভর্তি হই চট্টগ্রাম মেডিকেল কলেজে। শিক্ষা জীবন শেষ হওয়ার পর চলে যাই। আফ্রিকার কেনিয়ায়। তারপর ইরানে চাকুরি, চলে টানা সাড়ে নয় বছর। ফিরে এলাম দেশে, অনুভব করলাম একটা Post graduation degree দরকার-না হলে টিকে থাকা যাবে না। তারপর চলে যাই ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রােগ বিভাগে। University of vienna থেকে D.D.V ডিগ্রী লাভ করে দেশে ফিরি । এরপর থেকে দেশেই অবস্থান। ইরানে বসেও একটি বই লিখেছিলাম, নাম 'বারুদের গন্ধ। সেইসময় একটি দৈনিকে স্বাস্থ্য পাতায় লেখার অফার পেলাম। শুরু হল স্বাস্থ্য বিষয়ে লেখা । একে একে সকল জাতীয় দৈনিকের স্বাস্থ্য পাতায় লেখা ছাপা হতে লাগল। মনে হয় সর্বশক্তিমান কারাে ইচ্ছাই অপূর্ণ রাখেন না। যে ধরনের লেখক হতে চেয়েছিলাম সে ধরনের লেখক হয়ত আমি হতে পারিনি। শুকরিয়া ঈশ্বরের দরবারে কারণ আমার জীবনে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক অনেক বেশী।