ফ্ল্যাপে লিখা কথা বর্তমান পৃথিবীতে প্রতিটি সম্পার্কের মাঝেই চলছে জটিলতা। সেই সব জটিলতা থেকেই জন্ম নেয় মানবের মনে হাজারো প্রশ্ন? যে প্রশ্ন মানব জীবনকে গ্রাস করছে প্রতিনিয়ত। প্রেম ভালবাসাতো দূরের কথা, মামী-ভাগিনার সাথে, স্বামীর বন্ধুর সাথে, কেউবা বাচ্চার শিক্ষকের সাথে, এরূপ অসংখ্য অবৈধ সম্পর্ক করে তুলছে সামাজিকভাবেই নিষিদ্ধ। জীবনকে করেছে অন্তহীন। তাইতো শিশু সন্তাদেরকে ফেলে রেখে মা -বাবা নিজেদের ভোগ লালশার পিছনে দৌড়াচ্ছে। এসব সামাজিক অবৈধ ঘটনা ঘটছে অহরহ। এই সমস্ত সামাজিক ব্যাধির কারণে কত অধরার জন্ম হয়েছে, আর কত অধরার জন্ম হবে তার কোন হিসেব নেই। তাইতো অধরার মনে প্রশ্ন? সুন্দর স্বপ্ন, মনোবল, অঘাত বিশ্বাস নিয়ে যাদের সাথে সম্পর্ক গড়েছি তাদের কাছ থেকেই আমাকে আঘাত পেতে হয়েছে। তাই আজ আমার শিশু মনের স্বপ্নগুলো বিচলিত। সমাজের কিছু নরপিশাচদের কারণে। স্বপ্নহারা অধরা। আজ মানষিকভাবে অসুস্থ। যাকে বলা হয় পাগল। তাই আমার প্রশ্ন সমাজও সমাজের মানুষের কাছে? তোমাদের সবার ভালবাসা আজ আমার হৃদয়ে রক্ত ঝরায়। আমি বার বার স্বপ্ন হারাই। ভূল পথে চলে যাই । নিজেকে নিজেই প্রশ্ন রাখি, এভাবে কি ছলবে জীবন? তোমরা কেউ কি আমায় এনে দিবে সমাজে সম্মানিত স্বাধীনতা? কেউ কি দিবে আমার এই প্রশ্নের উত্তর.....