ফ্ল্যাপে লিখা কথা বোবা মানুষও কথা বলতে চায়। তাঁর অব্যক্ত মনের কথা। যা সে কখনোই বলতে পারে না । হয়তো তাঁর মন থেকে মহত্তম কোন কথা বের হয়ে আসতে পারে । মানুষ তার মনের কথাগুলো মানুষকেই বলতে চায়। সমাজের বাস্তবতা দেশপ্রেম,বিশ্বমানবতা, প্রকৃতি ও প্রেম নিয়ে কবিতাগুলি লেখা। প্রেম মানুষকে বড় করে আবার এই প্রেমই মানুষকে নিঃশেষ করে দেয়। তবুও মানুষ বারবার ভুর করে প্রেমে পড়ে। একটা বন্ধ ঘড়িও দিনে দু’বার সঠিক সময় দেয়। তাই কোন কিছুতেই ছোট করে দেখার সুযোগ নেই। এজন্য নিজের লেখাগুলোকে ছোট করে না দেখে প্রকাশের বাসনা পোষণ করছি। অনেক ছোটকালের কবিতাও আছে এখানে। এই গ্রন্থের কিছু কবিতা বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় হয়েছিল। কবিতাগুলো পড়ে পাঠকের সামান্যতম ভালো লাগলে আমার লেখার সার্থকতা খুঁজে পাব। এটা প্রস্ফুটিত ফুল নয়, ফুলের কুঁড়ি স্বরূপ। সাহিত্যের বিশাল দুয়োরে প্রবেশের একটি পদক্ষেপ মাত্র। একটি ছোট্র শিশুর প্রথম হামাগুড়ির মতো। কবিতা-গ্রন্থটি প্রকাশের ব্যাপারে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তাহা ইয়াসিন এবং সরকারি কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষক অনুপ সাদি উৎসাহ যুগিয়েছেন। তাঁদের দুজনকেই ধন্যবাদা জানাই।
সূচিপত্র * নীলারা ভালো আছে * এই বাংলায় * বোবারা যুদ্ধে যাবে * পাখির মতো জীবন * ফুল ছোঁব না * বেদনা তুমি * নি:শব্দে প্রেম * ওগো নারী * ঘুমহীন রাত * বোবার নৈ:শব্দ্য * নি:সঙ্গ মানুষ * পোড়া মাটি * হারানো ফুলের খোঁজে * সেই চোখ * সমুদ্রের খোঁজে * পুনর্জ্জম * কষ্ট * জীবনের মানে * শূন্যতা * একদিন গল্প হবো * দুষ্প্রাপ্য * ঘুণপোকা * ঠিকানা * ভালোবাসার দু:সময় * আমার বিস্ময় তুমি * তিলোত্তমা * নীরবতা * অপেক্ষা * অন্ধকার * প্রতিচ্ছবি * অন্তর্বেদনা * ভালোবাসার যোগবিয়োগ * অর্পিতার নীরবতা * এক টুকরো জমি * ফিরে দেখা * জলপরী * অবক্ষয় * দেবদারুর নীচে * অভিযোগ * পৃথিবীর প্রতি * অক্সিজেনের প্রতি * আমার কান্না * নষ্ট ফুল * অগ্রপথিক * খাদ্যে বিষ * নবজাতক * ফিরে এসো কৈশোর * আমাদের বংশ * চারুবিবির পালা * যদি ভালোবাসা পাই * অমীমাংসিত সমীকরণ * বেঁচে আছি * পল্লি জীবন * কলঙ্ক * কেন এমন হলো * একাকী নির্জনে * সাধের পাখি * বিবর্তন * স্বাধীনতার কয়েকটি বছর * বিজয় * একুশে স্মরণে * বসন্তের ডাক