ফ্ল্যাপে লিখা কথা ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান। তিনি দেশের শীর্ষ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিডিএলডি’র ভাইস চেয়ারম্যান। প্রফেসর কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে ১৯৮০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮১ সালে এমএসএস অর্জন করেছেন। কমনওয়েলথ স্কলারশীপের অধীনে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে ১৯৮৫ সালে এম সক এসসি ও ১৯৮৯ সালে পিএইচডি অভিসন্দর্ভ রচনা করেন। কমনওয়েলথ ফেলোশীপের অধীনে তিনি যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে ১৯৯৭ সালে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ফোর্ড ফাউন্ডেশন এর স্পনসরশীপে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ এ্যাডভোকেসি ইনস্টিটিউট থেকে ১৯৯৮ সালে তিনি সোস্যাল ও জাস্টিস এ্যাডভোকেসি সনদ অর্জন করেন। পিআইপি থেকে তিনি সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। তিনি দেশে-বিদেশে নির্বাচন পর্যবেক্ষণে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক এবং ২০১১ সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লেজিসলেটিভ ফেলোশীপ গবেষণা করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর প্রকাশিত গ্রন্থ রয়েছে। তিনি টেলিভিশনের টক-শো’তে নিয়মিত অংশগ্রহণ করেন এবং বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লেখক। তিনি দুইবার পবিত্র হজ্জব্রত পালন করেছেন।
সূচীপত্র * সুফিবাদ : একটি সাধারণ পরিচিতি * হেলভেতি সুফি দর্শন : একটি সমীক্ষণ * বেক্তাশী সুফিবাদ : একটি পর্যালোচনা * ইবনে আরাবির আধ্যাত্মিক ও দর্শন * হযরত রাবেয়া বসরি (রহঃ) এর সুফিবাদ * মনসুর হাল্লাজ : সত্যের পথে আত্নোৎসর্গকারী একজন সুফি সাধক