জীবনটা হাজার রঙের মিলনমেলা। কোন রঙ কষ্টের, কোন রঙ ভালবাসার, আবার কোন রঙ অপার সুখের। কিন্তু সব রঙ কি আমরা চিনতে পারি? আবার হাজার রঙের সমাহারে এই জীবন হতে পারে পুরোটাই রঙ্গিন, হতে পারে সাদামাটা, কখনও আঁধারের মাঝে ডুবে থাকা নিকষ কালো। মাঝে মাঝে জীবনে এমন কোন মানুষ চলে আসে, যে বদলে দিতে পারে জীবনের রঙ। খুব সাধারন একটা মেয়ে চৈতি। তার সাদামাটা জীবন। সেই জীবনের রঙটাও কি করে যেন বদলে গেছে। কবে? কে দিল জীবনকে অন্যরকম গতি?
লেখক পরিচিতি ১ জুলাই ১৯৮৫ ইং তারিখে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় জন্মগ্রহন করেন রাজিউল হাসান। বাবা, ডাঃ মোঃ রফিকুল ইসলাম পেশায় একজন অধ্যাপক হলেও নিজ এলাকায় সমাজসেবক হিসেবে বিশেষ পরিচিত। মা, ডাঃ শাহীন সুলতানা পেশায় চিকিৎসক।ছোটবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতির প্রতি টান থাকায় এবং পারিবারিকভাবে অবাধ উৎসাহ পাওয়ায় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গল্প, কবিতা, চিত্রাঙ্কন শাখায় বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০১১ সালে স্নাতকোত্তর পড়ালেখার সমাপ্তির পর সাহিত্যের ভুবনে পুরোপুরি প্রবেশ করেন; তবে ‘অনুরণন’ গল্পের মাধ্যমে সাহিত্যের বড় পরিসরে তার প্রথম আত্মপ্রকাশ।