ফ্ল্যাপে লিখা কথা লাখো শহীদরে রক্ত, মা-বোনর সন্ভ্রমের মূল্য স্বাধীন হয়েছে দেশ। রক্তভেজা সেই দেশে স্বাধীনতার ৪২ বছরন পরও গণতন্ত্র প্রতিবন্ধী দশা কাটিয়ে উঠতে পারছে না। গণতন্ত্রের ছন্মাবরণে জচলছে ফ্যাসিবাদী অপশাসন। দুর্নীতির রাহুগ্রাস, ন্যক্কারজনক দলবাজি, আত্নীয়করণ ,দুঃশাসনে আমাদের প্রিয় মাতৃভূমি আজ প্রতিনিয়ত ক্ষত বিক্ষত। রাজনৈতিক অঙ্গন থেকে সকল শালীনতাবোধ অন্তর্নিত। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার, বন্ধুকযুদ্ধ, রিমান্ড, শ্যোন এ্যারেস্ট, নিপীড়ন, কথায় কথায় মানবাধিকার নির্লজ্জ লংঘন কলঙ্ক তিলকের সীমা শেষ নেই ।
নির্ভীক, সত্যনিষ্ঠ দুঃসাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের আগুনঝরা কলামে মূর্ত হয়ে ওঠে দুঃখিনী স্বদেশের সমকালীন হালচিত্র। সত্যনিষ্ঠ সাংবাদিকের সেই অগ্নিলেখা আমাদের তীব্র ঝাঁকুনি দেয়, বলে জেযে ওঠো মানুষ। বস্তুনিষ্ঠ সাংসাবিকতার অপরাধে (!) দশ মাস কারাভোগকরতে হয়েছে অসমসাহসী এই সম্পাদককে । যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে..। জেলজুলুম, হুলিয়া, নিপীড়ন, অফিসে দীর্ঘ বন্দিত্ব, রিমান্ড সব তিনি তুচ্ছ করেছেন সত্য প্রকাশের অন্তর্তাগিদে, সময়ের প্রয়োজনে, দেশমায়ের সম্ভ্রম রক্ষার পবিত্র কর্তব্যে । এই গ্রন্থে বিধৃত হয়েছে হালফিল বাংলাদেশের রাজনীতি ও সমাজচিত্র-যা পাঠককে প্রাণিত করে, গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। স্পার্টাকাসের মত জীবন বাজি রেখে দাসত্ব শৃঙ্খলমুক্ত হতে উদ্যম জোগায়।
সূচিপত্র * সরকারি দলের ঢাকা দখল * সাগর-রুনিকে দ্বিতীয়বার খুন * গুমরাজ্যে প্রত্যাবর্তন * পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বব্যাপী নৈরাজ্য * বেপরোয়া ফ্যাসিবাদের পুলিশী এ্যাকশন * গণতন্ত্রবিনাশী পঞ্চদশ সংশোধনী * স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্ছৃঙ্খল পুলিশ * আগ্রাসী দলীয়করণের অশুভ পরিণতি * স্বজন গুম হলে প্রতিবাদ করা যাবে না * নির্বাচনী ভাবনা * প্রধানমন্ত্রীর লন্ডন বার্তা * মধ্যবিত্তের দিনযাপন * বাংলাদেশের জঙ্গিবাদ :প্রচারণা ও বাস্তবতা * আইন সবার জন্য সমান নয় * বিভক্ত রায়: বাংলাদেশে অশনি সঙ্কেত * জনদুর্ভোগ বিরোধী দলের নিরবতা * শ্রদ্ধাজ্ঞলি : আমার পড়ন্ত বেলার শিক্ষক চলে গেলেন * জঙ্গিতত্ত্ব ফেরি করে সাম্প্রদায়িকতা আমদানি * গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই
Mahmudur Rahman মাহমুদুর রহমানের জন্ম পুরনো ঢাকার গেণ্ডারিয়ায়, ১৯৫৩ সালের ৬ জুলাই । দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক । বর্তমান সময়ে দেশের জনপ্ৰিয় কলাম লেখক । তার কলম থেকে আগুন ঝরে। এই সাহসী কলম সৈনিক তার দৃঢ়, আপসহীন মনোভাবের জন্য কারাভোগ করেছেন । বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং জাপানে সিরামিকস-এ উচ্চতর ডিপ্লোমা করেছেন । বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা ছিলেন । বাংলাদেশের অন্যতম অগ্ৰণী একজন শিল্প উদ্যোক্তা । সিরামিকস সামগ্ৰী তৈরি এবং তা বিদেশে রফতানির ক্ষেত্রে মুখ্য ভূমিকা তাঁর অন্যতম কৃতিত্ব। তাঁর বলিষ্ঠ ও সুযোগ্য সম্পাদনায় দৈনিক আমার দেশ পত্রিকা মানবাধিকার, স্বাধীনতা-সার্বভৌমতত্ত্ব, জাতীয় স্বার্থ, সংবাদপত্রের স্বাধীনতা এবং আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।