ফ্ল্যাপে লিখা কথা কবিতা কেনো লিখি মাঝে মাঝে ভাবি!আসলে সেই ছোটবেলা থেকে শুরু করে যেই পারিবারিক এবং সামাজিক পরিমন্ডলে বড় হয়েছি।লালমনিরহাট এর মিশন স্কুল ,রে্লওয়ে চিলদ্রেন পার্ক হাইস্কুল ,পরে ঢাকায় ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য্য আমায় ভাবিয়েছে। সবখানেই বিচিত্র সব মানুষের সাথে পরিচিত হয়েছি। ডাইরীর পাতা জুড়ে রোজনামচার বদলে লিখতাম মানুষ এবং প্রকৃতির কথা। ভালোলাগার কৃষ্ণচূড়া,বৃষ্টি ,গাছ এইসব নিয়ে লেখা সেই থেকে। দেশের বাইরে এসে অভিবাসী জীবনে দেখলাম জায়গা বদলালেও আকাশ বদলায় না,গাছের সবুজ বদলায় না। বৃষ্টি এলে মনে পড়ে দেশ।এমনকি পথ হাঁটতে হাঁটতে মনে পড়ে বাংলা গানের সুর,বাংলা কবিতা।ইন্টারনেটের সুবাদে অনলাইনে ব্লগিং শুরু । অনেকগুলো বছরে কত মানুষের সাথে লেখায় যোগাযোগ। অনেকদিন কবিতা না লিখলে ইমেইলের ইনবক্সে উঁকি দেয় ইমেইল,কেনো লিখছিনা। ভালোবাসার এই অদ্ভুত টানে আবার বসতে হয়।ঋণী আমি আমার কবিতার সব পাঠকদের প্রতি। লেখালখির সুন্দর অভ্যাসের জন্য আমি সবসময় ঋণী আমার মায়ের কাছে,যাঁর মুখে অজস্র জীবন গল্প শুনতে শুনতে আমি ভাবুক হয়েছি,আমার বড় ভাই যে চোখের ডাক্তার হলেও একজন স্বভারকবি(জাকিউল ইসলাম ফারুকী),যাঁর দেয়া অজস্র বই পড়তে পড়তে আমি পাঠক হয়েছি, আর কাছের মানুষ যার কাছে ভালোবাসার কবিতার জন্য নতুন নতুন সুখ খুঁজে পাই। শুভেচ্ছা আমার সারাজীবনের পরিচিত সব মানুষদের।যাদের শুভবোধ আমাকে ছুঁয়ে থাকে।