মোঃ জার্জিস আলী লেখালেখির জগতে কোন অপরিচিত নাম নয়। যারা রহস্যপত্রিকার পাঠক তাঁরা অবশ্যই তার লেখালেখির সঙ্গে কমবেশি পরিচিত। আলোচ্য গল্প সংকলনটিমেত এক ডজনেরও বেশি ক্লাসিক কাহিনী স্থান পেয়েছে। কালের কষ্টি পাথরে যে কাহিনিগুলো আজও পাঠক হৃদয়ে অমিলন, তেমনই কিছু কাহিনির সঙ্গে নিজের লেখা একটি অসাধারণ গল্পও তিনি পাঠকদের উপহার দিয়েছেন। এখানে প্রসপার মেরিমী’র ‘বিশ্বাস ঘাতক’ নামের গল্পটি থেকে সামান্য অংশ তুলে দিচ্ছি : শরৎকালের এক সোনা ঝরাদিন। ফলকন ও তার স্ত্রী পাহাড়ের দিকে তাদের ভেড়ার পাল দেখতে যেতে মনস্থ করল। ফরচুনেটও তাদের সঙ্গী হওয়ার বায়না ধরল। কিন্তু গন্তব্যস্থল অনেক দূর এবং বাড়িতে একজনের থাকা প্রয়োজন মনে করে ফলকন ছেলেকে সাথে নিল না। বাবা-মা কয়েক ঘণ্টা যাবৎ গেছে। আসতে দেরি দেখে ফরচুনেট বাড়ির বাইরে উঠানে গা এলিয়ে রোদ পোহাতে লাগল। এমন সময় সে রাইফেলসের গুলির আওয়াজে সচকিত হলো। ক্রমাগত রাইফেলের প্রচণ্ড শব্দে উঠে দাঁড়াল ফরচুনেট। দূরে তাকাল সে। দেখা গেল, একজন লোক তাড়া খেয়ে এদিকেই দৌঁড়ে আসছে। আসলে লোকটি ছিল একজন ফেরারী আসামী। সম্ভবত রাইফেলের কাতুর্জ কেনার জন্য শহরে গিয়েছিল সে। কিন্তু দূর্ভাগ্যক্রমে কর্সিকার রক্ষী বাহিনীর নজরে পড়ে। এইখানে তাকে এমন বেকায়দায় পড়তে হয়েছে যে, ‘ম্যাকুইস’ এলাকার দিকে পালিয়ে যাবার কোনো পথই আর খোলা নেই -কিছুক্ষণের মধ্যেই রক্ষীরা তাকে ধরে ফেলবে, এই ক্লাসিক গল্পের সংকলনটি সংগ্রহে রাখার মত একটি বই। ভবিষ্যতে এ ধরনের আরও কাহিনি উপহার দেওয়ার জন্য পাঠকের পক্ষ থেকে লেখকের কাছে আবেদন জানিয়ে রাখলাম।
মােঃ জার্জিস আলী জন্ম ১ জানুয়ারী ১৯৫৬ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আদাবাড়ীয়া গ্রামে। পিতা- মরহুম মােশারফ হােসেন; মাতা- মােছাঃ হাজেরা খাতুন । লেখাপড়া শেষ করে ১৯৭৮ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ডের চাকুরীতে যােগদান করেন । ১৯৮৭ সাল থেকে ছােট গল্প, অনুবাদ গল্প ও প্রবন্ধ রচনা শুরু করেন। ডাকা ডাইজেস্ট ‘রহস্য পত্রিকা’ ‘পালা বদল’ ‘মসিক মদীনা’ ও অনান্য পত্রিকায় তার লেখা গল্প, অনুবাদ গল্প প্রকাশিত হতে থাকে। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ “এনােক আর্ডেন ও অন্যান্য ক্লাসিক গল্প” পূর্বে প্রকাশিত গল্প থেকে সংকলিত করা হয়েছে।