ভূমিকা ‘মেধা টোকাই’ - বর্তমান সমাজের ক্ষয়ে যাওয়া দিক নিয়ে লেখা একটি কাহিনী, একটি গল্প। সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষ যাদের আমরা টোকাই নামে চিনি, সেই চরিত্রটি নিয়ে একটা নিরীক্ষাধর্মি লেখা এই ‘মেধা টোকাই’, মানুষের এবং সমাজের মনস্তাত্বিক দিকটা প্রকট আকারে টেনে আনা হয়েছে। সমাজের উঁচু দালানের মেধা’র সাথে বস্তিবাসী বা ফুটপাথের টোকাইয়ের একটা মিলন সূত্র আঁকা হয়েছে। বর্তমান এবং ভবিষ্যতের কথা বলা হয়েছে। আমাদের পরিবর্তিত রুচি, ধ্যান-ধ্যারনা, বিশ্বাস-অবিশ্বাস, শ্রেণি বৈষম্য, প্রেম ভালোবাসা, মাদকের হাতছানি এবং নিঃস্ব থেকে সমাজের কালো অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষের আর্তনাদ ফুটে উঠেছে। মেধা’র টোকাই এ রূপান্তর - কিছু মেসেজ, কিছু সতর্কবাণী তুলে ধরবে আমাদের সবার জন্য।
লেখক পরিচিতি পুরো নাম মোঃ এনামুল হক, লেখা লেখির জগতে এনাম মাহিন নামে পরিচিত। ১৯৭৭ সালের ১ জানুয়ারি রাজশাহীর বুলনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে এস.এস.সি, ১৯৯৩ সালে এইচ.এস.সি, ১৯৯৭ সালে স্নাতক এবং ২০০০ সালে এম.বি.এ সফলতার সাথে পাশ করেন। পেশাগত জীবনে একটি গ্রুপ অব কোম্পানিতে কর্মরত। সৌখিন লেখক হিসেবে যাত্রা শুরু করলেও পাঠক বন্ধুদের অপার ভালোবাসায় কবিতা লেখা শুরু করেন। ‘মায়ামৃগ’ - প্রথম কবিতার বই এবং ‘মেধা টোকাই’ - প্রথম গল্পের বই।