ফ্ল্যাপে লিখা কথা একজন সর্বহারা মানুষ বেঁচে আছে একটি আশা নিয়ে। সে অপেক্ষা করে তার ছেলে কবে ফিরবে তার কাছে, যে আসলে কোনদিনই ফিরবে না। জরাগ্রস্থ এই মানুষ তপার জীর্ণ আশ্রয়ে ধুকতে থাকে, যে আশ্রয়টুকুও উন্নয়নের চাহিদায় বুলডোজারের নীচে পড়ার অপেক্ষায়। এমনি সব আশা, আশাভাঙ্গা আর অপেক্ষার কাহিনী নিয়ে এই গল্পসংকলন। এ সব কাহিনী আমাদের জীবনের , আমাদের সমাজের । চারপাশ থেকেই এর সবকিছু নেয়। এ সব গল্প স্বপ্নের,ভালোবাসার, দু:খের ,আনন্দের। মানুষের স্বপ্নের শেষ নেই, শেষ নেই ভালবাসার। আর তাই অপেক্ষারও শেষ নেই বহমান জীবনে।
ভূমিকা এক জীবনে সবকিছু হয় না। যা হয় তাতে অধিকাংশ মানুষ মনে করে কিছ্বুই বোধকরি হলো না। আসলে আমরা যা ভাবি ,জীবনে তা্র চেয়ে অনেক বড়, অনেক মহৎ। জীবন অনেক কিছুই দেয় আমাদের, আমাদের যা যোগ্যা তার চেয়েও বেশি। মানুষে মানুষে সম্পর্ক এক জীবনে অনেক দেখি আমরা, অনেক অংশ গ্রহণ করি এ সম্পর্কে। এ এক অন্তহীন চক্রর মতো-অন্তহীন পুনরাবৃত্তি। নেয়ার চেয়ে দেয়ার তৃপ্তি আর আনন্দ অনেক বেশি, কিন্তু নেয়ার জন্যই মুখিয়ে কারণেই বড় হয়ে দেখা দেয়। আরেকটু ধৈর্য, অন্যের প্রতি আরেকটু কৃতজ্ঞ ভাব, নিজের মনে আরকটু সন্তুষ্টি ,অন্যের কিছু করা- আমাদেরকে আরো আনন্দময় জীবন দিতে পারে। এইতো আমাদের সবার কামনা, নয় কি? আনোয়ার ইসলাম
সূচিপ্রত্র * তার একটা স্বপ্ন ছিল * প্রাচীন কাহিনী * দেওয়ানহাট ব্রিজ * স্তবক * প্রেম প্রেম খেলা * বিমূর্ত চৌকাঠ * তুমি বিরহের ব্যথা * পানির শয্যায় রাত * স্বপ্নচারী বিছানা
আনােয়ার ইসলাম। যশােরের মামুদালিপুর গ্রামের নানাবাড়িতে জন্ম ২২শে অক্টোবর ১৯৫৪। মাে. আবদুল গনি ও মনােয়ারা বেগমের চার ছেলের মধ্যে দ্বিতীয়। স্কুল ও, কলেজ জীবন যশাের, বরিশাল ও রংপুরে। এক বছর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞান পড়ার পর প্রাক্তন সােভিয়েত ইউনিয়নের রুশ শহর আস্ত্রাখান থেকে যন্ত্রপ্রকৌশলে মাস্টার্স। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনের টাক্টস্ বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ব্যবস্থাপনায় উচ্চতর শিক্ষা। পেশাগত জীবনে খুলনা প্রকৌশল মহাবিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি এবং দেশীবিদেশী সংস্থায় কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা। পড়া, দেখা ও জানার আগ্রহ সবসময়ই, জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে অভ্যস্ত বিশ্বাস মানুষে, মানুষের শ্রম ও কর্মে- ব্রত কারােও ক্ষতি না করার ।।