ভূমিকা সুখী ব্যক্তি নাকি কথায় কথায় কৌতুক কের এ রকম কথা হরহামেশই আমরা শুনে থাকি। কথাটা যে আসলেই সত্যি তা এ সংকলন করতে গিয়ে বুঝেছি। পলকেই মন ভালো করে দেয়ার এক অন্যতম ওষুধ হলো কৌতুক। বিষণ্ন মন নিয়ে কেউ যদি কৌতুকের বই পড়তে বসে তাহলে মুহূর্তেই তার মন ভালো হয়ে যাবে এ কথা নির্দ্বিধায় জোর দিয়ে বলা যায়। তা্ই যারা মাঝে মাঝেই মন খারাপে আক্রান্ত হন তাঁদের উচিত মনখারাপ দূর করতে কৌতুকের বইয়ের শরণাপণ্ন হওয়া। এ বিষয়ে এটি টনিকের মতো কাজ করবে। এবার আসি প্রসঙ্গে। পাঠকের আনন্দের কথা বিবেচনা করে সংকলনটি কয়েকটি ভাবে সাজানো হয়েছে। আর এসব কৌতুক বিভিন্ন বই ও নোট থেকে সংগ্রহ করা। কোনো ব্যক্তিবিশেষ বা শ্রেণীর উদ্দেশ্য নয়, পাঠকের ভালোলাগাটাই এখানে মুখ্য হয়ে উঠেছে। আশা করি সংকলনটি সবার ভালো লাগবে। --আসিফ ইকবাল রিয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়