"ফ্রানৎস কাফকা : এক অনশন শিল্পী" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ ‘যদি কোনাে একজন লেখকের নাম করতে হয় যিনি আমাদের সময়ের সঙ্গে বহন করেন সেই সম্পর্ক যেমনটি দান্তে, শেক্সপিয়ার ও গ্যেয়টের ছিল তাদেরগুলাের সঙ্গে, তাহলে সবার আগে মাথায় আসবে কাফকার নাম। - ডব্লিউ. এইচ. অডেন। কাফকার জীবদ্দশায় প্রকাশিত শেষ বই এক অনশন-শিল্পী উজ্জ্বল সাক্ষ্য বহন করছে তার শেষ সময়ের প্রগাঢ় দার্শনিক চিন্তার: কঠোর তপশ্চর্যা, আধ্যাত্মিকতার দারিদ্র্য, জাতীয় ঐক্যের ধারণা, আধুনিককালের শিল্পীদের বিচ্ছিন্নতাবােধ কীভাবে নেমে যেতে পারে মনােবিকলনের গহ্বরে – এইসব। কাফকার অন্যতম প্রধান লেখার মর্যাদা পেয়েছে তার পরিণত বয়সে লেখা এই চার গল্প। এখানে এক ট্রাপিজ-শিল্পী বছরের পর বছর বসে থাকে তাঁবুর মাথায়, তার প্রিয় ট্র্যাপিজে; এক ক্ষুধা-শিল্পী, না-খেয়ে থাকাই তার শিল্প, অনশনের বিশ্বরেকর্ড করতে করতে শহীদ হয়ে যায়; এক গায়িকা ইঁদুর (আসলে গান গাইতে পারে না, স্রেফ কিচমিচ্ করে!) তার জাতির ঐক্য ধরে রাখার একমাত্র আশা-ভরসা; আর আছে ছােটখাটো এক মহিলা, যার সঙ্গে গল্পের নায়কের একমাত্র যােগসূত্রই তাদের পারস্পরিক ঘৃণা। আশ্চর্য, হতবুদ্ধিকর, অদ্ভুত হাস্যরসে ভরা এই চারটি গল্পের সব থিম ছাপিয়ে বেঁচে থাকে ফ্রানৎস কাফকা নামের মৃত্যুপথযাত্রী এক ‘অবিশ্বাস্য সৎ লেখকের বিদায়বেলার সুর।। সঙ্গে থাকছে ভূমিকা ও প্রতিটি লেখার বিশদ পাঠ-পর্যালােচনা।
Mashrur Arefin ২০১৯-এ আগস্ট আবছায়া এবং ২০২০-এ আলথুসার, বাংলাভাষায় সম্পূর্ণ নতুন স্বাদের এ-দুটি উপন্যাস লিখে সমকালীন বাংলা সাহিত্যে আলোচনার কেন্দ্রে চলে আসা মাসরুর আরেফিন মূলত কবি। তাঁর জন্ম ১৯৬৯ সালে বরিশাল জেলায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য এবং মার্কেটিং ও ফিন্যান্স-এ। ২০০১ সালে প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প প্রকাশের পর তা বাংলা কবিতার পাঠককে দিয়েছিল নতুন কাব্যভাষার স্বাদ। বইটি সে বছর প্রথম আলোর নির্বাচিত বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এরপর মৌলিক সাহিত্য রচনা থেকে দীর্ঘ একটা বিরতি নিয়ে তিনি ডুব দেন বিশ্বসাহিত্য অনুবাদের কাজে। অনুবাদ সাহিত্যেও মাসরুর আরেফিনের অবদান বাংলাভাষাকে সমৃদ্ধ করেছে। তাঁর অনুবাদে ফ্রানৎস কাফকা গল্পসমগ্র (২০১৩) ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি-চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা পুরস্কার লাভ করে। ২০১৫ সালে বেরোয় তাঁর হোমারের ইলিয়াড এবং সমাদৃত হয় পাঠক মহলে। এরপর ২০২০-এ তিনি আবার ফিরেছেন কবিতায়। কথাসাহিত্য আর কবিতা লিখে চলেছেন দুহাতে। এ বছর ফেব্রুয়ারি বইমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ পৃথিবী এলোমেলো সকালবেলায়-এর পাশাপাশি প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় উপন্যাস আলথুসার এবং প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প’র পরিমার্জিত সংস্করণ।