পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানের ভাণ্ডার তীব্র গতিতে বিস্তৃত বিশাল হয়ে চলেছে। শিশু আর কিশোর-কিশোরীরা চায় বিকশিত হতে। বিকাশ লাভের প্রবণতা যে কেবল কিশোর- কিশোরীদের তাই নয় মানুষ মাত্রেরই চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা যদি মানুষের মত মানুষ হতে পারি তবে নিশ্চয়ই একদিন আমাদের বাংলাদেশ সমৃদ্ধিশালী হয়ে উঠবে। সুন্দর হবে আমাদের জন্মভূমি। মানুষের চিরন্তন পিপাসা হচ্ছে জ্ঞান-পিপাসা। তাই আমাদের সবার জিজ্ঞাসু মনের খোরাক যোগাতে, অজানাকে জানতে, অচেনাকে চিনতে এবং সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করতে পারে একটি বই। আপনাদের হাতে এমনই একটি বই উপস্থাপিত হচ্ছে। বিশ্বকোষের নাম মাত্রই মনে হয় যে, বিশাল আকারে এমন একটি বই হবে যার অনেক খণ্ড থাকবে। কিন্তু আমাদের এ বইটি সংক্ষিপ্তভাবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তৈরি করা হয়েছে। বইটির ভাষা সরল। এ কারণে ছোটদের তথা কিশোরদের জন্যও এর গুরুত্ব কম নয়। তবে এর মধ্যে কোনও লম্বালম্বা শিল্প-বিজ্ঞানসংক্রান্ত বিবরণ দেয়া হয়নি। এ বইটি 'হেমলিন' প্রকাশিত নিউ জুনিয়র এনসাইক্লোপিডিয়ার ভাবানুবাদ। তবে বাংলাদেশের পাঠকদের কথা মনে রেখে কোথাও কোথাও পরিবর্তন, পরিমার্জন ও সম্পাদনা করা হয়েছে। আমাদের বিশ্বাস যে, সব স্কুল, কলেজ ও পাঠাগারগুলোতে অবশ্যই এ বইটি গৃহীত হবে। ছোটদের এ বইটি কাউকে উপহার দিলে, তার উপকারে আসবে, কল্যাণ হবে।