ফ্ল্যাপে লিখা কথা সময় মতো কোনো কিছুই হয় না তার। খুব অলস, অগোছালো ও এলামেলো মানুষ্ জীবনাচরণ, কাজ-কর্ম, লেখালেখি সবকিছুতেই একই দশা। যে কাজটা আজ করা দরকার, সেটা করবেন শেষ মুহূর্তে, চাপের মুখে। ফলে সময়মতো এক ফোঁড়ে যে ফল পাবার কথা, অসময়োচিত দশ ফোঁড়েও সে ফল আসে না, কখনো সে ফল পান না। তবুও তার স্বভাব বদলায় না।
লেখালেখির সূত্রপাত কবিতা দিয়ে কিন্তু মাঝখানে কয়েক বছর গেলেন না কবিতার ধারে-কাছেও। গদ্য নিয়ে মেতে থাকলেন, যার বেশির ভাই ফরমায়েশি। বছর দশেক আগে আবার ফিরলেন কবিতায় কিন্তু তাও নিয়মিত নয়। তবে ফাঁক ফোঁকড়েই লিখে ফেললেন শ’দেড়েক কবিতা-যার বেশির ভাগই হারিয়ে গেলো অনাদরে, অবহেলায়। সে সব থেকেই খুঁজে পাওয়া এবং হালে লেখা নতুন কয়েকটি কবিতা নিয়েই গ্রন্থিত এই অসময়ের ফোঁড়।