ফ্ল্যাপে লিখা কথা সামরিক শাসন ও সামরিক রাজনীতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন ইতিবাচক নয়। সেক্ষেত্রে সমসাময়িক তৃতীয় বিশ্বে জিয়াউর রহমান একটি ব্যতিক্রমধর্মী নাম। তিনি সামরিক অভ্যুত্থান করেননি, সামরিক আইনও জারি করেননি। ১৯৭৫-এ ৭ নভেম্বরের গৌরবময় সিপাহী-জনতার বিপ্লব তাঁকে ক্ষমতার পাদপিছে নিয়ে আসে। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠিত অভিধাকে অতিক্রম করে তিনি অর্জন করে বৈধতা, গ্রহণযোগ্যতা ও নিয়মতান্ত্রিকতা। ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া ছিলেন দেশ জুড়িয়া’। আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে তিনি স্মরণীয় বরণীয়। দেশীয় ও বৈদেশিক শক্তির ষড়যন্ত্রে এই মহান রাষ্ট্রনায়ককে অভীষ্ট লক্ষ্যে পৌঁছার আগেই প্রাণ দিতে হয়। ১৯৭৫ থেকে ‘৮১ পর্যন্ত এই স্বল্প পরিসরে যে রাষ্ট্রনায়কোচিত দৃষ্টান্তবলি তাঁকে অমর করে রেখেছে, এরই এক সংক্ষিপ্ত সংযোজন হচ্ছে এই গ্রন্থ।
রাষ্ট্রবিজ্ঞানী ড. আবদুল লতিফ মাসুম এই গ্রন্থে জিয়াউর রহমানের সাহসী স্বাধীনতার ঘোষণা থেকে নির্মম শাহাদাতের ঘটনাবলী বর্ণনা করেছেন। জিয়াউর রহমানের জাতিসত্তার পুনর্গঠন প্রয়াস, বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, নবতর উন্নয়ন কৌশল, সফল পররাষ্ট্রনীতি এবং ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায় সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। গ্রন্থটি অনুসন্ধিৎসু নাগরিক সাধারণের পঠনপাঠন এবং শিক্ষার্থীদের পাঠ্যসূচির পরিপূরক হিসেবে বিবেচিত হবে।
সূচিপত্র * রাষ্ট্রনায়ক জিয়া * আমাদের স্বাধীনতা ও জিয়াউর রহমান * শহীদ জিয়ার আদর্শ * জিয়াউর রহমান এবং জাতিসত্তার পুনর্গঠন * শহীন জিয়ার গণতান্ত্রিক মানস * জিয়াউর রহমান ও উন্নয়নের রাজনীতি * জিয়াউর রহমান ও গণতন্ত্রায়ন প্রক্রিয়া * জিয়াউর রহমান : নেতৃত্ব কর্মকৌশল ও জাতীয় স্বার্থ * নভেম্বর বিপ্লবের দিনলিপি : আচ্ছাদিত ইতিহাস * নভেম্বর বিপ্লবের মধ্যমণি : জিয়াউর রহমান * জিয়া হত্যাকাণ্ড : একটি গভীরতর অনুসন্ধান * জিয়াউর রহমান : পররাষ্ট্রনীতি * ব্যক্তিজীবন : কিছু অজানা কথা
পরিশিষ্ট : ক * জিয়াউর রহমানের লেখা * একটি জাতির জন্ম * আমাদের পথ * বাংলাদেশী জাতীয়তাবাদ * জিয়াউর রহমানের জাতীয়তাবাদ * স্বাধীন জাতির স্বাধীন উপলব্ধি
পরিশিষ্ট : খ * জিয়াউর রহমান : সংক্ষিপ্ত জীবনালেখ্য * ৭ নভেম্বর ১৯৭৫ : জিয়ার প্রথম ভাষণ * ৭ নভেম্বর ১৯৭৫ : জিয়ার ২য় ভাষণ * প্রেসিডেন্ট হিসেবে জিয়ার প্রথম ভাষণ * জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি * জিয়াউর রহমানের হ্যান্ডনোট * জিয়াউর রহমান কর্তৃক মন্ত্রীদের টেস্ট গ্রহণ * জিয়াউর রহমানের প্রথম গণতান্ত্রিক মন্ত্রিসভা
সমাজ ও রাজনীতি অধ্যয়ন একটি পরিচিত নাম। বিগত চার দশক ধরে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিনি অধ্যয়ন, গবেষণা ও পাঠদান করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর। ইতিপূর্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, সমকালীন রাজনীতির ভাষা, জাতীয় ঐকমত্য ও উন্নয়ন সংকট, অসমাপ্ত রাজনৈতিক সংস্কার, বাংলাদেশ সমাজ ও রাজনীতি এবং পাশ্চাত্য রাষ্ট্রদর্শন। তাঁর গবেষণালব্ধ অভিসন্দর্ভ : A Political Study of Zia Regime| লেখকের সম্পাদিত গ্রন্থ : সার্বিক উন্নয়ন সমীক্ষা এবং সমকালীন রাষ্ট্রচিন্তা। গ্রন্থকারের আগ্রহের বিষয়ের মধ্যে রয়েছে Good Governance, Security Studies এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি। তাঁর প্রকাশিতব্য সম্পাদনা : একবিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তা। Changing Pattern of Civil-Military Relation in Bangladesh- তাঁর চলমান গবেষণা কর্ম।