ফ্ল্যাপে লিখা কথা দৈনিক যুগান্তরে বিভিন্ন সময় আইন পাতায় প্রকাশিত আইনের গুরুত্বপূর্ণ লেখাগুলো নিয়ে এই বই। অত্যন্ত সহজ ভাষায় লিখিত আইনের অনেক জটিল বিষয় লেখিকা পাঠকের সামনে তুলে ধরেছেন।
লেখিকার আশা, পাঠক এই বই পাঠ করে সহজ বাংলা ভাষায় আইনের অনেক কঠিন বিষয় সহজে জানতে পেরে আনন্দিত ও জ্ঞানসমৃদ্ধ হবেন।
ভূমিকা ২০০৪ সাল থেকে আজ অবধি দৈনিক যুগান্তরের আইন পাতায় আইনের বিভিন্ন বিষয় নিয়ে অবিরাম লিখছি। যখনই আইনের কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমাজে তুমুল আলোচনা চলেছে তখন আইনের ছাত্রী হিসেবে হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। হাতে তুলে নিয়েছি কলম। তাইতো লেখা থেকে বাদ পড়েনি যেমন মুসলিম আইনের বিভিন্ন আকর্ষণীয় বিষয় তেমনি তত্ত্বাবধায়ক সংক্রান্ত ইস্যু বা ৫ম সংশোধনীর মত স্পর্শকতার বিষয়গুলোও। আইনের বিষয় সবসময় একটু জটিল হলেও পাঠকের সুবিধার্থে অত্যন্ত সহজ ভাষায় আমি লেখাগুলো লিখেছি। পাঠকের লেখাগুলো পড়ে ভালো লাগলে ও উপকার হলে আমার লেখা সার্থক হবে।
এই বইয়ে দৈনিক যুগান্তরে ইতিপূর্বে প্রকাশিত আমার মোট বিশটি লেখা সন্নিবেশিত হয়েছে। লেখাগুলো সব ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে দৈনিক যুগান্তরে প্রকাশিত। সেসময় পত্রিকায় নিয়মিত লেখার জন্য আমাকে অনুপ্রেরণা দিয়েছেন দৈনিক যুগান্তরের আইন পাতা দেখভালের দায়িত্বে নিয়োজিত জনাব মিজান মালিন ও স্বপন দাস গুপ্ত। তাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। শব্দশৈলী’র কর্ণধার ইফতেখার আমিনের একান্ত আগ্রহের জন্যই বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে। আর তাই তার বিশেষ ধন্যবাদ প্রাপ্য। বইয়ের লেখাগুলো আই বিষয়ক বলে বিভিন্ন আইনের লেখা বইয়ের সাহায্য আমাকে মাঝেমধ্যে নিতে হয়েছে। তাই সেসব বইয়ের লেখকদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মৌলি আজাদ ১৪.০১.২০১৩ ঢাকা।
সূচিপত্র * যৌতুক নিষিদ্ধকরণ আইন জানুন ও সচেতন হন * অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার প্রয়োজন * মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এক যুগান্তকারী অধ্যাদেশ * প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন ১৯৮০ * ইভটিজিং ও যৌন হয়রানি- আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন * তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক * মুসলিম আইনে দান ও উইল * ইদ্দত পালন * দেনমোহর-বিবাহে মুসলিম নারীর নায্য পাওনা * বাসা ভাড়া নিতে লিখিত চুক্তি করুন * হিল্লাহ বিবাহ * সংবিধানের পঞ্চম সংশোধনী- সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এক যুগান্তকারী রায় * আর নয় ফতোয়া * পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনের প্রভাব * প্রাইভেট বিশ্ববিদ্যালয় : সময়োপযোগী আইন প্রয়োজন * নারীর জন্য জরুরী আইন * দ্রুত নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন চাই * হিন্দু আইনে দত্তক * মুসলিম উত্তরাধিকার আইন * মুসলিম আইনের বিবাহ ও বিবাহ বিচ্ছেদ
প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ ও বিআইআইএসএসে এর সাবেক কর্মকর্তা লতিফা খানমের জ্যেষ্ঠ কন্যা মৌলি আজাদ । শিল্প সাহিত্য সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা মৌলি মৌলিক ও গবেষণামূলক রচনার প্রতি প্রতিনিয়ত আকর্ষিত হন । অবিরাম মগ্ন থাকেন মনন ও সৃজন প্রক্রিয়ায় । নিরলস ভাবে গল্প প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি কর্মজীবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনে একনিষ্ঠ । জীবন ও কর্ম দুটোই তার কাছে সমান গুরুত্বপূর্ন ও তাৎপর্যমন্ডিত । মৌলির এ চারিত্রিক বৈশিষ্ট্য তাকে নি:সন্দেহে মহিমান্বিত করে । এনে দেয় সামাজিক স্বীকৃতি । গুণী এ লেখক ইতোমধ্যেই সাহিত্য জগতে তার আগমনকে উজ্জল করেছে । অগণিত পাঠকের ভালবাসায় সিক্ত মৌলি আজাদ এর প্রথম স্মৃতিচারণমূলক গ্রন্থ হুমায়ুন আজাদ আমার বাবা’ প্রথম আলোর সেরা ১০টি গ্রন্থে’র অর্ন্তভুক্তিসহ ‘নাট্যসভা’ পুরস্কারে ভ’ষিত হয়েছে । এ পর্যন্ত মৌলির প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি ।২০১৮ সালে মৌলি সাহিত্যে কলকাতার ‘বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ’ পান ।