ফ্ল্যাপে লিখা কথা সংক্ষিপ্ত নাম-এস. এম. শফি। পুরো নাম সরদার মুহাম্মদ শফিকুল ইসলাম। শিয়া, সুন্নী, ওহাবী, হানাফি এসবে বিশ্বাসী নন। শ্রেফ মুসলমান। কুমিল্লা জেলার সদর কোতোয়ালী থানা ঝাগুার ঝুলী গ্রামে ১৯৬২ সালের ৬ই এপ্রিল এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। প্র-পিতামহ এর ধন-দৌলত, বিশাল কৃষি জমিসহ ময়নামতি পাহাড় পর্বতে ঘেরা তালুকদারির ভিটা-মাটির পুরোটাই অশিক্ষিত পিতামহের বৃদ্ধাঙ্গুলির চাপে শেষ হয়ে যায়। বাবা টিএন্ডটিতে চাকরি করতেন। দুই বোন দুই ভাইয়ের সংসারে লেখক এস.এম শফি দ্বিতীয়। বাবার বেতনের টাকা বন্ধুদের সাথে চা দোকানে আড্ডা খরচের পরন পরিবারে যৎ সামান্য জোগান দিলেও সন্তানদের লেখাপড়ায় ছিলেন উদাসিন। ছোটভাই শহরে বিভিন্ন ছোটখাটো ব্যবসায় জড়িয়ে কিছু আর্থিক স্বচ্ছলতার মুখ দেখলেও আহামরি কিছু না। শফি কর্মজীবন থেকেই কোন রকমে মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন। বাস্তবতার শক্ত পাথরের উপর দাঁড়িয়ে জীবনকে দেখেছেন, বুঝছেন,পর্যবেক্ষণ করেছেন,পর্যালোচনা করেছেন। কর্মজীবনের পরিধি ফুটপাত থেকে শুরু করে, টিএন্ডটি, জনতা ব্যাংক, টিসিবি, বেপজা, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সর্বশেষ পোশাক শিল্প পর্যন্ত বিস্তৃতি লাভ করে। উপযুক্ত শব্দ বাছাই করে একটি বাক্যকে কি করে অলংকৃত করা যায় লেখক তা জানেন না। বিভিন্ন পত্রিকায় তার কিছু লেখা কলাম আকারে প্রকাশিত হয়েছে।