সম্পাদকের কথা প্রতিদিন সংবাদপত্রে যে খবরগুলো বের হয় তা আমরা পড়ি। পড়ে তাৎক্ষণিক আনন্দ বা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করি। কেউ হয়তো পাড়ি, কেউ আবার দুদিন পরে তা ভুলে যাই। কিন্তু সংবাদপত্র সংগ্রহে রেখে যখন ভুলে যাবো তখন আবার তা দেখে নেবো সেরকম সুযোগ আমাদের অনেকেরই নেই। কারণ সংবাদপত্র সংগ্রহে রাখার যে পদ্ধতি তা দেশের আশি ভাগ লোকেরই জানা নেই বা সুযোগ নেই।
তাই আমরা পত্রিকায় প্রকাশিত সেইসব তথ্যগুলো এক মলাটের ভেতর সাঁজিয়েছি। এতে সঠিক সময়ে সঠিক তথ্যটি হয়তো সহজেই আমরা জানতে পারবো, ঠিক এ রকম প্রত্যাশা নিয়েই এ গ্রন্থটি সম্পাদনা করেছি।
সে সব পত্রিকা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি, যাঁরা সংগ্রহ করে পত্রিকায় পাঠিয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। পূর্বানুমতি ছাড়া তথ্যগুলো গ্রন্থের আদলে পাঠকের কাছে তুলে দিতে পারার আনন্দটুকু সংবরণ করতে না পেরে যে ভুলটুকু করেছি তা ভঅলোবাসার দৃষ্টিতে দেখার জন্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং যাঁরা সংগ্রহ করে পত্রিকায় পাঠিয়েছেন তাঁদের প্রত্যেকের কাছে অনুরোধ।
তবে দেশের তরুণ সমাজ যদি গ্রন্থটি পড়ে কোনো স্বার্থক জীবনে প্রবেশে সহযোগিতা পান তার কিছুটা অংশ সংশ্লিষ্ট পত্রিকার জন্য তুলা থাকলো।
- সম্পাদক
সূচিপত্র * মুক্তিযুদ্ধের সেই পতাকা, * একটি পোস্টারের কাহিনী, * জাতীয় স্মৃতি সৌধের ইতিকথা, * যেভাবে শরু হলো বাংলা সন, * ইংরেজি মাসের নামের উৎপত্তি, * ইংরেজি সাত দিনের নামকরণ, * প্রাচীন যুগের ক্যাল্ডোর, * কীভাবে এলো হিজরি সন, * স্কুল হলো কেমন করে, * পৃথিবীর প্রথম বই, * অবিভক্ত বাংলার প্রথম উচ্চ বিদ্যালয়, * পূর্ববঙ্গের প্রথম স্কুল, * পৃথিবীর প্রথম মহিলা কলেজ, * পৃথিবীর প্রথম ডাকযোগে শিক্ষা, * অপ্রচলিত ভাষার বিশ্ববিদ্যালয়, * পেন্সিলের গোড়ার কথা, * ফাউন্টেন তৈরি হলো যখন, * বলপেন আবিষ্কারের কথা, * মানচিত্রের গোড়ার কথা, * রহস্যময় পান্ডুলিপি, * মিস্টার কুল (আইসক্রীম কোন) প্রথম কীভাবে এলো, * চা কী করে এলো, * সুরার জন্ম কবে, * কোকাকোলা মিউজিয়াম ‘ওয়ার্ল্ড অব কোকাকোলা’, * প্রথম ড্রিংকিং স্ট্র, * পাউরুটির মধ্যে ছোট ছিদ্র হয় কেন?, * পৃথিবীর প্রথম পটেটো চিপস্, * যেভাবে মিষ্টি এলো, * পৃথিবীর প্রথম স্যান্ডউইচ, * নারীর সভ্যতার পথ প্রদর্শক, * মা, * বিশ্ব বন্ধু দিবস কী করে এলো, * বাবা দিবস হলো কবে থেকে, * পৃথিবীর প্রথম ছাতা, * মোমবাতির তৈরির কথা, * বিশ্বে প্রথম স্ট্রিট-লাইট, * সিগনাল বাতি (ট্রাফিক সিগনাল) এলো যেভাবে, * বিশ্বের প্রথম বাথরুমে ঝরণা, * বিশ্বের প্রথম ট্রুথ-ব্রাস, * বিশ্বের প্রথম দুই চাকার সাইকেল, * বিশ্বের প্রথম যুদ্ধ জাহাজ, * বিদ্যুৎ ব্যবহারের শুরু যেভাবে, * বিশ্বের প্রথম ঘড়ি, * বিশ্বের প্রথম এয়ারকন্ডিশনার, * বিশ্বের প্রথম স্প্রে মেশিন, * বিশ্বের প্রথম ক্যামেরা, * বিশ্বের সবচেয়ে বড় ভাসমান বিমানবন্দর * বিশ্বের প্রথম স্টেথিস্কোপ, * বিশ্বের প্রথম রেজার, * বিশ্বের প্রথম ঘন্টা, * পৃথিবীর প্রথম বিমানবাহী জাহাজ, * পৃথিবীর প্রথম মাইক্রোস্কোপ, * বিশ্বের প্রথম বেলুন, * কেমন করে বেলুন উড়ে, * পৃথিবীর প্রথম টেলিভিশন, * বিশ্বের প্রথম টেলিস্কোপ, * বিশ্বের প্রথম সতর্কসুর (সাইরেন), * বিশ্বের প্রথম টাইরাইটার, * বিশ্বের প্রথম ধাতব হৃদয় বা মোটালিক হার্ট, * পৃথিবীর প্রথম সেলাই মেশিন, * বিশ্বের প্রথম গ্রামোফোন, * বিশ্বের প্রথম উভচর গাড়ি, * বিশ্বের প্রথম সাবমেরিন বা ডুবোজাহাজ, * পৃথিবীর প্রথম রকেট, * ক্যালকুলেটর তৈরি হয় যখন বিশ্বের প্রথম ইন্টারনেট, * বিশ্বের প্রথম মোবাইল ফোন, * বিশ্বের প্রথম রোবট, * পৃথিবীর প্রথম পোস্টকার্ড, * পৃথিবীর প্রথম ডাক টিকিট, * বিশ্বের প্রথম ক্যান্ডি, * বিশ্বের প্রথম চকলেট, * বিশ্বের প্রথম চুইংগাম, * যেভঅবে শুরু হলো ক্রিসমাস, * ক্রিসমাস কেন X-মাস, * বিশ্বের প্রথশ ক্রিসমাস কার্ড, * বিশ্বের প্রথম ক্রিসমাস ট্রি, * বিশ্বের প্রথম সান্তা ক্লজ, * যেভাবে ভ্যালেন্টাইন ডে শুরু হলো, * এপ্রিল ফুলের ইতিকথা, * বিশ্বের প্রথম উল্কি, * পৃথিবীর প্রথম জাদুঘর, * অভিনব পুলিশ জাদুঘর, * মিউজিয়াম নয় নিউজিয়াম, * পৃথিবীর প্রথম আতশবাজি, * টাইটানিকের ইতিকথা, * অপারেশন জেরোনিমো বা লাদেন নিধন যজ্ঞ, * পৃথিবীর প্রথম সানগ্লাস, * বিশ্বের প্রথম ঘুড়ি, * শাটী থেকে শাড়ি, * পৃথিবীর প্রথম কোট, * পৃথিবীর প্রথম নেক্টাই, * পৃথিবীর প্রথম মসলিন, * যেভাবে সাবান তৈরি শুরু হয়, * রুশ ব্যালে গায়ান সুইট, * পৃথিবীর প্রথম বনভোজন, * পৃথিবীর প্রথম ষাঁড়ে-মানুষে লড়াই, * মাটির জন্ম রহস্য, * ব্যাবিলনের শূণ্য উদ্যান, * বিজ্ঞাপনে ডিজিটাল বিলবোর্ড, * যে বিদ্যার নাম ডাইনি, * বিশ্বের প্রথম পালকি, * বিশ্বের প্রথম হুঁকা, * বিশ্বের প্রথম নৌকা, পৃথিবীর প্রথম মণি আবিষ্কার, * পৃথিবীর প্রথম সালাদ তৈরি, * কুকুর লেজ নাড়ে কেন? * চিকা মারা শুরু হয় যখন, * টয়লেট পেপারের জন্মকথা, * অস্কার যখন শুরু হয়, * নোবেল পুরস্কারের শুরুর কথা, * পৃথিবীর প্রথম সুন্দরী প্রতিযোগিতা, * আশ্চর্য হলেও সত্য : বাঘমন্দিরে বাঘের গর্জ, * পৃথিবীর প্রথম গাড়িতে বসেই মুভি, * পৃথিবীর প্রথম মৃতশিল্প, * বিশ্বের প্রথম প্রথম মাপজোখ, * বিশ্বের প্রথম কেজির প্রচলন, * বিশ্বের প্রথম বরফের প্রাসাদ, * বিশ্বের প্রথম লালগালিচা, রহস্যময় সমাধি, পাথরের নগর, * বিশ্বের প্রথম টাকাকড়ির ব্যবহার, * আজব মুদ্রার ইতিকথা, * মানুষ কেন ফুল উপহার দেয়, * বিশ্বের পথম পাদুকা, * টারজান : জঙ্গলের জাদুকর, * হ্যামিলনের বাঁশিওয়ালা, * কিংবদন্তির রবিনহুড, * প্রথম বিশ্বযুদ্ধের অপ্রকাশিত কিছুকথা, * পৃথিবীর প্রথম বিলাসবহুল সেরা দশমল, * বিশ্বের প্রথম বাতিঘর, * স্ফিংস : মানুষ খেকু সুন্দরী দানবী, * বিস্ময়কর এক দৈত্য : সমুদ্র বিক্ষু, * যে পাখির পালক সোনালি, * ভূত যখন স্বাক্ষী দেয়, * নিউ জার্সির অদ্ভুত এক ভয়ানক প্রেতাত্মা, * দানব প্রাণি ভয়ঙ্কর ওগোপাগো, * কন্যা তুমি মৎস্যকুমারী!, * রাজকুমারী পঙ্খীরাজ, * ভয়ঙ্কর এক ভূত উৎসব, * ভ্যাম্পায়ার : রক্তচোষা দৈত্য, * বিশ্বের প্রথম এডিসনের এলকট্রিক চেয়ার, * ভয়ঙ্কর অদ্ভুত মানুষের পৃথিবী, * এক অভ্রভেদী শেলচূড়া, * পৃথিবীর প্রথম সত্যিকারের যন্ত্রদানব, * টুপিতেই বংশ পরিচয়, * বিশ্বের প্রথম মুখোশ, * পাবলো পিকাসুর গুয়ের্নিকা, * পৃথিবীর প্রথম আত্মঘাতী হামলা, * নৃশংসতার পিরামিড, * ডে-কেয়ারের জননী, * বিশ্বের প্রথম সার্কাস, * পৃথিবীর প্রথম হোটেল, * এক চামচ ভালোবাসা, * আলো হাতে নারী (দ্য লেডি উইথ দ্র ল্যাম্প), * বারমুজ ট্রায়াঙ্গল, * বিবাহ বিচ্ছেদ মেলা, * পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ, * মধ্যযুগের সেই নৃশংস বর্বরতা!, * বালু নিয়ে বালুচুরি খেলা, * কাদায় মাখা কাদাসুন্দরী, * ছোটদের প্রিয় বারবি!, * স্ট্যার্চু অব লিবার্টি : আমেরিকার স্বাধীনতার প্রতীক, * পৃথিবীর প্রথম লাল ফিতা, * পৃথিবীর প্রথম ছুরি-চামচ, * কীভাবে এলো সাজগোজ! (প্রসাধনী), * পৃথিবীর প্রথম নেইল পলিশ, * পৃথিবীর প্রথম থিয়েটার : এশিয়া, * পৃথিবীর প্রথম রিকশা, * আদি গোয়েন্দা পোশাক!, * কাটুন : শুরু হলো যেভাবে, * কুকুর হাটলে পক্ষী উড়ে, * পুতুল রাজ্য, * কাঁচের সেতু, * বিশ্বের প্রথম ব্রেসলেট, * পৃথিবীর প্রথম জনমত সমীক্ষা, * ফিঙ্গারপ্রিন্টের ধঅরণা এলো কেমন করে, * কে না চেনে হলিউড, * বয়কট যখন শুরু হলো, * টানলে লম্বা হয় কেন? * দেবদাস : গল্প নয় সত্য ঘটনা, * পপ মিউজিকের কথা, * মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কাহিনী, * দাস বাণিজ্য : কলঙ্কিত অধ্যায়, * বিশ্বের প্রথম হ্যান্ডসেট, * ম্যাজাই থেকে ম্যাজিক, * ক্রিকেটের ৭ অক্ষরের ৭ কথা, * খেলার নাম সুমো, * তাস খেলা যখন শুরু হলো, * দৌড়ের নাম ম্যারাথন, * যেমন খুশি তেমন সাজো, * খেলাধূলার বিচিত্র শব্দ, হরতালের জন্ম যেভাবে, * শাওয়ার বা বাথরুমের ঝরণা জল।