এম. নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার ২০০৬ পদকপ্রাপ্ত কিশােরদের জন্য রচিত একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ' বইটিতে রয়েছে দেশকে ভালােবাসার বাইশটি গল্প । সুখ-দুঃখ মেশা মুক্তিযুদ্ধের নানা ঘটনা, নিরাপদ আশ্রয়ে মানুষের পালিয়ে যাওয়া, স্বাধীনাতকামী মানুষের স্বপ্ন, গাছগাছালি ঘেরা গাঁয়ের ছবিকিশােরদের উপযােগী করে সহজ সরল ভাষায় লেখিকা ঝর্ণা দাশ পুরকায়স্থ উপস্থাপন করেছেন। ন’মাসের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাখিরা গান গাওয়া ভুলে গিয়েছিল, বাতাসে মিশে ছিল শুধু বারুদের গন্ধ- সেই দুঃখসময়ের কথা স্ফটিকের মতাে স্বচ্ছ হয়ে উঠেছে ‘একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ' বইয়ে। হে বৃক্ষ' গল্পে আছে পুরনাে বটগাছের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কাহিনী। সহজ-সরল লালু কিভাবে দেশের জন্য জীবন দিয়েছে তারই অশ্রুসজল বর্ণনা রয়েছে ‘লালুর মুক্তিযুদ্ধ’ গল্পে। কিসসু পারিনা গল্পে রয়েছে বাবুনীর ছলােছলাে কষ্ট ও আকাংখার কথা। যুদ্ধের এক বুকচাপা রাতে নয়ন নামের ছেলেটি ক্যাসেট বাজিয়ে মুক্তিকামী মানুষদের শুনিয়েছিল- ‘মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি –গানটি। মুক্তিযুদ্ধ সময়ের ছােট ছােট ঘটনা গভীর ভালােবাসা ও মমতার বুননে ঝর্ণা দাশ পুরকায়স্থ রচনা করেছেন, যা পড়তে পড়তে নতুন করে জীবন্ত হয়ে উঠেছে একাত্তরের সেই ফেলে আসা দিনগুলি।
শিশু সাহিত্যাঙ্গনে ঝর্ণা দাশ পুরকায়স্থ পাঠক নন্দিত একটি নাম। বয়সকে বেমালুম ভুলে লিখতে পারেন শৈশবে-কৈশোরে ফিরেগিয়ে অনায়াসে লিখতে পারেন ছোটদের কথা। জটিল বিষয়ও আকর্ষণীয় হয়ে উঠে তার নিপুণ লেখার গুণে । লেখিকা একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ বই-এ সহজ-সরলভাবে বিভিন্ন গল্পের মাধ্যমে ছোটদের উপযোগী করে আমাদের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেছেন। নবীন প্রজন্ম হাসি-কান্নায় মেলা স্মৃতিময় গৌরবের দিনগুলোর কথা জানতে পারবে এ বইটি পড়ে। শিশু-সাহিত্যকে বিশেষভাবে সমৃদ্ধ করবে একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ বইটি ।