ভূমিকা মহামানব গৌতম বুদ্ধ যিঁনি মানব মুক্তির তরে দীর্ঘ ৬ (ছয়) বছর কঠোর তপস্যা করেছিলেন অনোমা নদীর তীরে। শাক্য রাজপুত্র সিদ্ধার্থ সংসার - এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে প্রাণপ্রিয় পুত্র রাহুল, স্ত্রী গোপা দেবীর এবং শাক্য কূলের গৌরব ‘রাজ সিংহাসন’ রাজ্য সব ত্যাগ করে সত্যের সন্ধানে দীর্ঘ তপস্যারত থেকে বোধিবৃক্ষ তলে সুজাতার পায়েসান্ন খেয়ে প্রকৃত সত্যকে আবিষ্কার করেছিলেন। তাঁর মহৎ জীবন মানুষকে দিয়েছে মুক্তির সন্ধান। যিঁনি মার কন্যার ছলাকলা জয় করে হয়েছিলেন জিতেন্দ্রীয় মহামানব বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী।
বৌদ্ধ বিশ্বসভ্যতার একটি হিরন্ময় জ্যোতিষ্ক নৈসর্গিক সৌন্দর্যের রাণী সৈকত শহর কক্সবাজার সাগর পাড়ে রাখাইনদের গর্বিত কৃতিসন্তান সাংবাদিক ও সাহিত্যিক মি: মংছেনচীং (মংছিন্) সেই জ্যোতিষ্কের তেজ ও প্রভাকে অনুসন্ধান করেছেন তাঁর পরিশ্রমলব্ধ প্রয়াসে। তাঁর প্রখর অনুসন্ধিৎসায় প্রাচীন বৌদ্ধ ধর্মের ইতিহাস জাতির স্বকীয় বৈশিষ্ট্যগুলো উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে। আশা করি, বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য সচেতন পাঠক সমাজে এই গ্রন্থটি সমাদৃত হবে। পরিশেষে, আতি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই মহান ব্যক্তিত্বের কাছে আরও মূল্যবান তথ্যবহুল বই প্রকাশনার কামনা করছি।
সূচিপত্র * বৌদ্ধ ধর্ম এবং দর্শন * বৌদ্ধ শাস্ত্রের দর্শন * বিশ্ব বৌদ্ধ ধর্মীয় পতাকার ষড়যন্ত্র * ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান সমাপনী উৎসব * প্রবারণা পূর্ণিমা * প্রবারণা তিথিতে * কল্পতরু দান * কল্পতরু দানের ফল বর্ণনা * শুভ বৈশাখী পূর্ণিমা * মহামানব গৌতমবদ্ধ জীবপ্রেম * মহাপ্রজাপতী গৌতমী * উৎপলবর্ণা * আম্রপালী (পালি অম্বপালী) * পটাচারা * বিশাখা * অঙ্গলিমালার জীবন গাঁথা * সংস্তব (বুদ্ধ জাতক) * জননী-জাতক (বুদ্ধ জাতক) * বৌদ্ধ ধর্ম সম্বন্ধীয় জ্ঞাতব্য * রাখাইন বৌদ্ধ জাতির প্রকাশনা সমূহ