ভূমিকা মোঃ গোলজার হোসেন ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সুলপিনা গ্রামে (বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ৮ নং সেক্টরে) জন্ম গ্রহণ করেণ।পিতা মোঃ ছাদেক মিয়া, মাতা -মোসা: খোদেজা বেগম, তিনি ১৯৯৮ সালে গোবিন্দপুর দাখিল মাদ্রাস হতে দাখিল ও ২০০৪ সালে সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকা থেকে এম.এম ডিগ্রী এবং পরবর্তীতে বিএসএস ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সচিবালয়ের যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মরত আছেন। চাকরিরত অবস্থায় বাংলাদেশ আঞ্চলিক লোক প্রকাশন প্রশিক্ষণ কেন্দ্র হতে Computer Application & English Language Course ও Conduct & Discipline Course সম্পন্ন করেন। তিনি ২০০৭ সালে প্রতিষ্ঠিত কর্ডোভা প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। সুলপিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সুলপিনা আদর্শ ইসলামী পাঠাগারের সভাপতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। এছাড়া বিভিন্ন সময় তাঁর লেখা কবিতা, প্রবন্ধ বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে। ‘বাংলাদেশের জেলা পরিচিতি ও সৃষ্টির প্রেক্ষাপট’ বইটি তাঁর রচিত প্রথম প্রকাশিত গ্রন্থ।